যদি কখনো মেঘফুল এসে ধরা দেয়,
আমি নির্বাক অন্ধ দৃষ্টিতে দেখব।
বোবা কণ্ঠে চিৎকার করে বলবো,
বলবো আমি চিৎকার করে, এনে দাও তারার দল। রূপকথার পরী মন খারাপ করে বসে ছবির এক কোণে, যে ছবি আঁকছেন অন্ধ কবি। মেঘ ফুল হয়ে যায় বিষাক্ত রঙ। এখানে শৈশবের স্মৃতি ধূসর হয়ে আছড়ে পড়ে বাস্তবতায়। তবুও যদি কখনো মেঘ ফুল এসে ধরা দেয় আমি বোবা কণ্ঠে চিৎকার করে বলবো ধূসর হয়ে যাচ্ছে আমার কল্পনা, তুমি নির্বাক অন্ধ দৃষ্টিতে চেয়ে থেকো, আবার আসবে আলো। ঘুম ভেঙে যাওয়ার আগে একবার চলো ফিরে যাই শৈশবে
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২২