শত বছরের এই বেলা এই শেষ
এই স্বপ্ন উড়ে তোমার বারান্দায়
এক কাগজের প্লেন হয়ে
অন্ধ অন্ধকার আলোর তীর ছোড়ে।
সময় আজ শুধুই সমীকরণ স্তব্ধ
এই বেলা এই শেষ তুমি আংশিক শুদ্ধ
আমি অবাক হয়ে খুজি তোমায়
খুজি তোমায় তোমার এই শহরে।
হারিয়ে যাই মানুষের ভিড়ে
এই শহরে মিশে আছে মায়া, তোমার চাদরে।
এই গল্পের ব্যাকরণ মিশে আছে বাতাশে
তোমার বারান্দায় বন্দী আমার স্বপ্ন
অসময়ের মায়া তোমার এই বাস্তব প্রহরে
এই স্বপ্ন উড়ে তোমার বারান্দায়
এক কাগজের প্লেন হয়ে
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৫৩