শিউলি ফুলের গন্ধে মেতেছে মন
এই ঝুম বৃষ্টি ঝরা সন্ধ্যায়
তোমার ভেজা চুলে রক্তাক্ত জবা
উষ্ণতা এনে দেয় হৃদয়ে কোমলতায়
বোবা কন্ঠে বলে যায়
মোমের আলোয় দেখবো তোমায়
ঘুম জাগা চোখ কাজলে
অবশ্যই ভেজা খোলা চুলে
বলব একটা কবিতা তোমায় শোনাতে
বলবো তোমায় চলো যাই কোন এক দ্বীপে
অর্থহীন এ কথায় না ভেবে চলো যাই হারিয়ে
না হয় হারিয়ে গেলাম এক দিন প্রেমে
গাইবো তোমার জন্য এ গান
হারাবো তোমার ভেজা চুলের রক্তাক্ত জবাতে
চলো দু’জন হারিয়ে যাই শিউলি গন্ধের এক দ্বীপে।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২২