দেখেছি মায়া, মায়া ভরা রাতে জোৎস্নার ম্লান আলো
মিষ্টি হাওয়ায় জোনাকিদের গান, গানের মায়া
ভর দুপুরে বিলে ঝিলে মাছ ধরা, গাছে উঠে ফল খাওয়া
এতো দিন পর শহরে আমাকে কি এই সব টানে?
কচুপাতায় শিশির বিন্দু আটকে মন কি রাখে
মুক্ত আকাশে উড়ি, হাওয়ায় খেলি আমি, তবুও
ঘুড়ির মতো মনে হয় আমায় সুতো দিয়ে বাধা
তবুও আমি কচুপাতার শিশির বিন্দু।
অপেক্ষা,আমার প্রহরের শান্ত হওয়া
অবাক করা আমার কিছু ভবিষ্যৎ ব্যর্থতা,
তবুও আমি, আমার আমি, অতীত আমি
দেখেছি মায়া, জোৎস্নার ম্লান আলো।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৬ দুপুর ১:৫৪