স্যার আর কতো ক্ষন অপেক্ষা করবেন?
-যতক্ষন না ট্রেন আসছে। আর তো কোন উপাই নেই আমার।
স্যার হয়ত ট্রেন আপনার জন্য না।
-তোমার কি মাথা ঠিক আছে? আমাকে ট্রেন নিয়ে হয়ত আমার মেয়েকে ফেরত দেবে।
স্যার আমার কোন পিছুটান নাই। আমি ট্রেনে গেলে আমার বাচ্চার কাছে যেতে পারব এ দিকে আপনিও আপনার মেয়েকে ফেরত পাবেন।
-তা কি করে হয়?
স্যার আপনি আসেন, আমি অপেক্ষা করি।
দূরে ট্রেনের হুইসেল শোনা যাছে। স্যার আপনি বাসায় যান।
শামিম দূরে টেন দেখতে পাচ্ছে। গাছের ঝরা পাতা স্টেশনে ঊড়তেছে। হালকা মিষ্টি বাতাস, এতো মায়া এই পৃথিবীতে ছেড়ে যেতে অনেক কষ্ট হয়। আজ থেকে কয়েক বছর আগে প্রেম করে বিয়ে করে সে, বছর ঘুরতেই ঘরে বাচ্চা আসার আমেজ চলে আসে। বাচ্চার জন্মের সময় স্ত্রী মারা যায়। অসুখের সঙ্গে যুদ্ধ করে বাচ্চাটা বেশি দিন পৃথিবীর মুখ দেখতে পারেনি।
শামিম উঠে দাড়ালো। ট্রেন চলে এসেছে। হালকা বাতাস সঙ্গে মিষ্টি একটা গন্ধ। প্রকৃতির ও একটা আলাদা গন্ধ আছে আগে সে কোন দিন জানতে পারেনি।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৬