অনেকে হয়ত ঘুরে এসেছেন, আর যারা যাবেন বা যাওয়ার ইচ্ছে আছে দেখে নিন কিছু ছবি।
বিরি সিরি যাওয়া নিয়ে একটু ঝামেলায় পড়তে হবে। দুই ভাবে যাইতে পারবেন
১) মহাখালী বাস টার্মিনাল থেকে প্রতি দিন ঠিক রাত ১২টা এবং রাত ১ টায় বাস যায়, ঝামেলা হচ্ছে শুধু দুটা বাসেই,তাই সিট আগে থেকে বুক দিয়ে রাখতে হয়।
২) বাস বা ট্রেনে ময়মনসিংহ যাবেন এর পর লোকাল বাসে দুর্গাপুরে।
যে ভাবেই যান-না -কেন, আপনাকে দুর্গাপুরে নামতে হবে, এর পর পাবেন সোমেশ্বরীর নদী, ঢাকা থেকে দুর্গাপুরে যাইতে যে ক্লান্ত হবেন সোমেশ্বরীর নদীর ঠান্ডা পানি আপনার মনকেও ঠান্ডা করে দেবে।
নৌকায় পার হতে হবে সোমেশ্বরীর নদী।
সোমেশ্বরীর নদী পার হয়ে পৌছে যাবেন বিরিসিরি।
দেখার মত যা পাবেনঃ
বিজয়পুর চিনামাটির পাহাড়
কমলা রাণীর দিঘী
কমরেড মনিসিংহ-এর স্মৃতি বিজড়িত বাড়ি ও স্মৃতিস্তম্ভ
হাজং বিদ্রোহ স্মরণে নির্মিত কুমুদীনি স্তম্ভ
স্বচ্ছ জলের সোমেশ্বরী নদী
ডিঙ্গাপোতা হাওর
চরহাইজদা হাওর
আপনাকে এসব যাইতেহলে পায়ে হেটে সম্ভব না, ওটো-রিস্কা বা মোটর সাইকেল পাবেন খুব কম দামে ভাড়া।
মনে রাখবেন বিরি সিরিতে বিদ্যুৎ নেই, মোবাইল, ক্যামেরার চার্জ খেয়াল রাখবেন।
*ছবি সংগৃহীত: Google.com
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:২১