১. মাছ-মুরগী কি ভরের নিত্যতা সূত্র ভায়োলেট করে নাকি? ২ কেজি ওজনের মাছ/মুরগী কেটে ছিলে বাসায় আনলে পাওয়া যায় ১.২-১.৫ কেজি! বাকী ভর ক...ি তবে শক্তিতে রূপ নেয়??
২. বাজারের ব্যাগ ভূমি থেকে যত উপরে থাকবে তার উপর অভিকর্ষ বল তত বেশী কাজ করবে এবং ফলত ওজন বেড়ে গিয়ে তা বহন করতে তত বেশী কষ্ট হবে। কাজেই লম্বা হাতলওয়ালা এমন বাজারের ব্যাগ দরকার যেটি ভূমির এক্কেবারে কাছাকাছি থাকে।
৩. সবজি কচি, মাছ তাজা যাচাই করার এন্ড্রয়েড এপ্লিকেশান নাই কেন? মোবাইল দিয়া দূর থেকে মাছের তাজা-পঁচা চেক করা যেত যদি তবে আর পঁচা মাছ নিয়ে প্যানপ্যানানি শুনতে হতো না।
৪. মাছ এবং মুরগী ছিলানেওয়ালারা এত স্কিলড হয় কেন? এদের স্কিলকে যদি মোটর ওয়ান্ডিং কিংবা কেবল ওয়ারিং এ কাজে লাগানো যেত তবে......।।
৫. একজন প্রকৌশলী বাজার কেন করবে? এটা তো সময়ের নিদারুণ অপচয়। সে তো করবে সৃজনশীল কাজ, ডিজাইনিং, মেইন্টিন্যান্স। (যদিও ঘন্টার পর ঘন্টা ফেইসবুকিং করার ব্যাপারে কোন ব্যাখ্যা খুঁজে সময়ের অপচয় করেন না প্রকৌশলীরা।)