"আজ সকালে জানালার পাশে আমার পরিচিত চড়ুই টা আসেনি। আমি সেই সকাল থেকে তাকিয়ে আছি,আয়.........আয়.........,নাহ তার দেখা নেই। আজকাল পশু পাখি ও ছলনা শিখে গেছে।
যেমনটা তুমি করেছো আমার সাথে।
আসবে বলে আর এলে না......
জানো আমি কতক্ষণ ঠাই দাড়িয়ে ছিলাম ওই জায়গাটায় ??
কতক্ষণ জানো ??? পাক্কা ৩ ঘণ্টা !!!!
আসলে দাড়িয়ে আমি ছিলাম না,
দাড়িয়ে ছিল আমার বিশ্বাস ,
আমার চেতনা,
আমার ভালবাসা।
কিন্তু দেখো কত সুন্দর করে তুমি আমকে তুচ্ছ বানালে, আমাকে ভাঙলে। তবু কেন জানি আজ কাঁদতে ইচ্ছে করছে না !!! কেন জানি কিছু ভাবেতেও ভাল লাগছে না।
তবে কি আমি তোমায় ভালবাসতাম না??
তবে কি তুমি আমায় ভালবাসতে না?
উত্তর টা হয়ত তুমি এতক্ষণে পেয়ে গেছ। এই চিঠিটা যখন তোমার হাতে আমি তখন না ফেরার দেশে...কি ভাবছো ??? কেন এটা করলাম ? উত্তর টা তুমি হয়ত পেয়েই গেছো।পরাজিত ভালবাসা আমার জন্য নয়। এটা আবার আমার কথা ভেবো না। রাস্তার পাশের এক জ্যোতিষী একদিন বলেছিল কথাটা , সেদিন হেঁসেই উডিয়ে দিয়েছিলাম। কিন্তু আজ তা সত্যি করলাম।
ভাল থেকো,
ইতি
রমা"
"আনিস নামক প্রাপকের এই চিঠিটা আমার হাতে । বহুদিন খোঁজার পর যখন আমি আনিস কে পেলাম তাকে এই চিঠিটা দিতে পারলাম না। কারন সেও না ফেররা দেশে... তাহলে কি হয়েছিলোম সেদিন? কেনইবা রমা এত কষ্ট নিয়ে মারা গেল? কেন আনিস সেদিন এলো না? আনিসের কি হয়েছিলো ?সেও কেন একই পরিণতির শিকার হল?
এইসব প্রশ্নের কোন উত্তর আমার জানা নেই, কোন উপসংহার নেই, তাই মাঝে মাঝে চিঠিটা দেখি আর আকাশে উডে বেড়ানো চড়ুই দের খুঁজি । রমা আর আনিসকে পাবার এটাই যে আমার শেষ ঠিকানা"
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:১৯