১. কঠোর রাজনীতিবিদ হতে হবে
২. পাক্কা ছাত্র রাজনীতি বুজতে হবে
৩. তেল মারার যোগ্যতা থাকতে হবে
৪. পা চাটা অভ্যাস থাকতে হবে
৫. পকেটে কিছু টাকা থাকতে হবে( ৫০০০০০-৭০০০০০)
৬. কোন জোরালো লিংক থাকতে হবে
৭. মেধা ক্রমে তৃতীয় বিভাগ সাদরে গ্রহণ যোগ্য
৮.নস্টামি, নাক্কার জনক কোন কাজের অভিজ্ঞতা থাকতে হবে
আর সবচাইতে বড় যোগ্যতা হল তাকে হতে হবে এমন একজন মানুষ যার যোগ্যতার মাঝে থাকবে না কোন প্রথম শ্রেণী,কোন ভাল ছাত্র লেভাস, কোন নৈতিক গুলাবলি , থাকবে না কোন দরদ (তার শিক্ষাথী দের প্রতি ) ইত্যাদি ইত্যাদি।
এর জন্য দিতে হবে না কোন লিখিত পরীক্ষা, নিতে হবে না কোন কঠোর প্রস্তুতি, একটা মৌখিক পরীক্ষা অবশ্য দিতে হবে...
কিন্তু তার বাবস্তা তো আগেই বলে রেখেছি...
এই হল আজকের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা ।
বিদ্যা অর্জনের এই ধাপে এসে টগবগে প্রান গুলো এখন এগুলোই শিখছে!!!
যেখানে থাকতে পারতো নীতি নৈতিকতার এক আদর্শ শপথ, সেখানে এখন স্বজন প্রীতি ,দলাদলি , টানাটানি, যৌন হয়রানি আর বাজে যা কিছু সম্বব সবই আছে এই সেক্টরে ...
অবাক লাগে !! ঘিন্না হয় !! এসব দেখে !!!!!
এই বাজে অভিজ্ঞতা কি শুধুই আমার । বোধ করি না।
হে শিক্ষক সমাজ এই অবস্তার পরিবতন কি সম্বব না। আমারা কি যোগ্য কোন শিক্ষক আর পাবো না? বিভাগের ভাল ছাত্র গুলো কি কোন দিন শিক্ষক হতে পারবে না????? এই প্রশ্ন গুলর উত্তর চাই!!!!!
সবচাইতে কঠিন চাকরি আজ কেন এত সহজলভ্য ????
কেন???কেন????
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১২ রাত ৯:২৮