অস্ট্রেলিয়া ডে উপলক্ষ্যে অফিস থেকে সরকারী ছুটি পেয়েছি ৪ দিনের। গতবার গিয়েছিলাম নেলসনস বে। এবার সব বন্ধুরা মিলে অস্ট্রেলিয়ার সবচেয়ে নিকটবর্তী দেশ, এবং ৫ টি অস্কার জেতা বিশ্বখ্যাত মুভি লর্ড অফ দ্য রিংসের শূটিংস্পট নিউ জিল্যান্ডে ছুটির ৪ টা দিন কাটাবো ভাবছি। অনেকদিন থেকেই ভাবছিলাম সেখান থেকে ঘুরে আসব। কিন্তু সময় সুযোগের অভাবে হচ্ছিল না। আজ বিকেলে হুট করেই প্ল্যান সেট করে টিকেট বুকিং দিয়ে ফেল্লাম। পরশু বিকেলে সিডনী এয়ারপোর্ট থেকে সন্ধ্যা ৭ টায় ফ্লাইট। অকল্যান্ড এয়ারপোর্টে পৌছবঁ রাত ১১টায়। সিডনীতে ফিরব সোমবার বিকেল ৫ টার ফ্লাইটে।
অকল্যান্ড, ক্রিস্টচার্চ বা ওয়েলিংটন শহরে বসবাস করেন এমন কোন ব্লগার আছেন কি ছামোয়ারিনে? থাকলে তার কাছে থেকে আনঅফিসিয়াল কিছু টিপস বা ইনফো নেয়া যেত। এখনও কোন হোটেল বুকিং দেইনি। কোন হোটেলে তুলনামূলক সার্ভিস ভাল, সেসবও জেনে নেয়া দরকার। তাছাড়া, কোন দেশে যাবার আগে সেখানে বাঙ্গালী কারো ঠিকানা যোগাড় করে রাখা আমার পুরনো অভ্যাস।
সিডনীতে অসম্ভব গরম পড়েছে। সবার ত্রাহি মধূসূদন অবস্থা!! এই ফাকেঁ সিডনীর নরক থেকে বের হয়ে কিছু দিনের জন্য নিউজিল্যান্ডের বরফের উপর গড়াগড়িও খেয়ে নেয়া যাবে।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:২৫