নানা ধরনের সমস্যার কারনে আমাদেরকে প্রায় সময়ই pc তে নতুন করে operating system (windows) install করতে হ্য়। অনেকের কাছেই এটা বিরক্তিকর ব্যাপার। কারন অনেক সময় নষ্ট হয় এবং প্রয়োজনইয় সব software আবার install করতে ও personal settings, desktop, theme ইত্যাদি নতুন করে সেট করতে হ্য়।
আমি তো মাশাল্লাহ, পিসিতে কোন সমস্যা হইলেই C Drive format কইরা নতুন করে windows install করি। সমস্যা নিয়া ঘাটানির টাইম নাই problem solved । কিন্তু সবকিছু সেটআপ করতে ১-২ ঘন্টা শেষ ।
একবার HDD এমন সমস্যা দেখা দিসিলো যে দিনে ৩ বার windows install করতে হইছিল। । তারপর থাইকা এই windows install এর হাত থাইকা বাঁচার উপায় খুজতেছিলাম।
খুজতে খুজতে পাইয়া গেলাম একটা দারুন উপায়। Hiren boot cd নামে একটা বুটেবল সিডি নেট থাইকা ডাউনলোড করলাম। এটাতে অনেকগুলা ছোট কিন্তু কার্যকরী software আছে। তার মাঝে Acronis True Image নামের software টা ব্যবহার করে আমি C Drive এর একটা ইমেজ বানায়া রাখছি।
যখনই নতুন করে windows install করার দরকার হ্য় তখন জাস্ট ঐ ইমেজটা restore করে দেই। ২ মিনিটেই কাজ শেষ।
চেষ্টা করে দেখতে পারেন। Hiren boot cd ডাউনলোড করতে চাইলে এই লিংক এ ঢু মারুন । Click This Link
windows install করে দরকারি সব software install করে ড্রাইভের ইমেজ বানানোটা সবচে ভালো। কোন কারনে যদি নতুন করে windows install করতে চান তবে ঐ ইমেজটা Hiren boot cd এর মাধ্যমে restore করে দিলেই আগের অবস্হায় ফিরে যাবেন। বার বার নতুন করে সবকিছু install করার ঝামেলা নাই।
আমার pc তে windows আর Ubuntu দুটারই ইমেজ তৈরী করা আছে। লাস্ট কবে যে OS install করছিলাম, ভুইলাই গেছি