দেখতে দেখতে বছর পার হয়ে গেলো, গত ঈদে সবাই মিলে মজা করার জন্য বিবাহিত বনাম অবিবাহিত ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিলাম! এবার তবে কেন ব্রাজিল বনাম আর্জেন্টিনা ফুটবল ম্যাচ হবেনা? জানা আপুর আয়োজনে, সামুর পর্দায় আয়োজিত হলো ঈদ উপলক্ষ্যে বিশেষ প্রীতি ম্যাচ, রেফারি থাকছেন অন্যমনস্ক শরত, লাইন্সম্যান হিসেবে থাকছেন সুমন কর, স্নিগ্ধ শোভন ! আর্জেন্টিনা এবং ব্রাজিলের হয়ে খেলবেন নিজ নিজ দলের ডাই হার্ড ফ্যানরা! সামুতে এ উপলক্ষ্যে হুট করেই লগইন বেড়ে গেছে! দর্শক হিসেবে লগইন না করে,স্টেডিয়াম এর বাইরে বড় পর্দায় খেলা দেখার মত করে হাজির হয়েছেন অজস্র ভিজিটর, অভিমানী পুরাতন ব্লগার! ম্যাচের সময় পূর্ব নির্ধারিত ঈদের দিন বিকেল 4 টায় হঠাৎ করেই অগুনিত দর্শকদের চাপে সামুর সার্ভার অসুস্থ হয়ে পড়ে, কিছুক্ষণ ব্যাপক পরিশ্রমের ফলে সার্ভার খেলা উপযোগী হয়! তারপর দুই দলের স্কোয়াড ঘোষণা করা হয় এবং মাঠে নামে দুই দলের খেলোয়াড়রা! আসুন দেখে নেই দুই দলের স্কোয়াড, হামার নেতৃত্বে আর্জেন্টিনা খেলছে 4 -1-3-2
অন্যদিকে নিমচাদের ব্রাজিল খেলছে 4 - 3 - 3 ফরমেশানে!
আর্জেন্টিনা দল :
1. হাসান মাহবুব ( অধিনায়ক, সেন্ট্রাল ফরোয়ার্ড, লেফট )
2. কাল্পনিক ভালবাসা ( সেন্টার ডিফেন্স)
3. মাহমুদ 007 ( ডিফেন্সিভ মিডফিল্ডার)
4. স্বপ্নবাজ অভি ( মিড ফিল্ড, রাইট উইং)
5. গ্লিওসিন অথবা গ্লসিয়ার ( মিড ফিল্ড লেফট উইং)
6. আজ আমি কোথাও যাবোনা ( সেন্ট্রাল ডিফেন্স)
7 . মামুন রশিদ ( রাইট ব্যাক, ডিফেন্স)
8. ভূতাত্বা ( সেন্টার ফরোয়ার্ড, রাইট)
9. রাজ সোহান ( মিড ফিল্ডার)
10. প্রবাসী পাঠক ( গোল রক্ষক)
11. কুনোব্যাঙ ( ল্যাফট ব্যাক, ডিফেন্স)
কোচ : সাবরিনা সিরাজী তিতির।
অতিরিক্ত খেলোয়াড় : বটবৃক্ষ, নোমান নমি, একজন নিশি, মাহতাব সমুদ্র, বাবুই, আশরাফুল ইসলাম দুর্জয়, তওসীফ সাদাত!
ব্রাজিল দল :
1. নিমচাদ ( অধিনায়ক, মিড ফিল্ডার )
2. কান্ডারী অথর্ব ( গোল রক্ষক)
3. নীলসাধু ( লেফট ব্যাক)
4. আমিনুর রহমান ( রাইট ব্যাক)
5. দিকভ্রান্ত পথিক ( স্টাইকার)
6. সেলিম আনোয়ার ( স্ট্রাইকার)
7. নেক্সাস ( সেন্ট্রাল ডিফেন্স)
8. রহস্যময়ী কন্যা ( সেন্ট্রাল ডিফেন্স)
9 . একজন আরমান ( স্ট্রাইকার)
10. অপু তানভীর ( মিড ফিল্ডার, রাইট উইং)
11. মুনতাসির নাসিফ ( এনোনিমাস) ( মিড ফিল্ডার, লেফট উইং)
কোচ : এহসান সাবির
অতিরিক্ত খেলোয়াড় : বৃতি, অপর্ণা মন্ময়, ইনকগনিটো, আরজুপনি, দলছুট শুভ
ধারাভাষ্যকার :সোনাবীজ অথবা ধূলোবালি ছাই, জুলিয়ান সিদ্দিকী।
খেলা শুরুর আগে দুই দলের ছোট্ট টিম মিটিং, প্রথমেই ঘুরে আসি আর্জেন্টিনা দলের টিম মিটিং এ, অধিনায়ক হামা দলকে উত্তেজিত করার জন্য ভাষণ দিচ্ছেন, তার কথা একটাই কোন ছাড় দেয়া হবেনা, এপিটাফের হারিয়ে যাওয়া সুরের মত করে ওদের কান্না শুনতে চাই, গোল দেয়ায় আমরা কোন প্রকার কার্পন্য করবোনা! গুনে গুনে যতগুলো গোল দেয়া যায় ততগুলোই দেয়া হবে, কারো যদি গোল দিতে মায়া লাগে দয়া করে জানিয়ে দেবে, আমাদের. সাইড বেঞ্চের খেলোয়াড়দের ও গোল দেয়ার অধিকার আছে!
এমন সময়ে কোচ তিতির বললেন হামা গোল না হয় দিলাম পেটভরে, ডিফেন্স কি করার? সবাই হেসে নিশ্চিত করল কোচ কে, আরে কা_ভা খাড়াইয়া থাকলেও তো কেউ আশেপাশে ঘেঁষাঘেঁষি করার সাহস পাবেনা, সে ইদানীং আবার জিমেও যায়
অন্য ডিফেন্ডার বললো আজ আমি বল যেতে দিবো,ম্যান এলাকায় যেতে দিবোনা! খোপার চুল শক্ত করতেই সবাই ভামোস আর্জেন্টিনা বলে চিতকার দিয়ে নেমে পড়লো মাঠে!
এবার চলেন ঘুরে আসি ব্রাজিল দলের টিম মিটিং এ! সেখানে শুরুতেই কান্ডারী অথর্ব দলীয় কোচের উপর তার আস্থা প্রকাশ করে মিষ্টি হাসলো, অধিনায়ক নিম চাদ বলতে লাগলেন - এ লড়াই ঈমানের লড়াই ... আমরা হারতে পারি, কিন্তু কিছুতেই আর্জেন্টিনার জয় সহ্য করতে পারিনা! সবাই ব্রাজিল ব্রাজিল বলে নিজেদের গরম করে নিলো! এই সময়ে রহস্যময়ী কন্যা দাবী করলো তার পাচ গোল চাই, যে করেই হোক, 5 বারের জয়ী ব্রাজিলকে 5 গোলেই জিততে হবে! সেলিম আনোয়ার বলতে চাইলেন তিনি সকালে কান্ডারী অথর্বের রেসিপি মতে সেমাই বানিয়ে খেতে খেতে এই ম্যাচ মাথায় রেখে একটা কবিতা লিখেছেন, এটা তিনি শুনাতে চান! সবার রক্তচক্ষুতে ভয় পেয়ে কবিতার পাতাটা রেখে দিলেন বুকপকেটে! কোচ তাতক্ষণিক সিদ্ধান্ত নিলেন সেলিম আনোয়ার পড়ে খেলবে, 60 মিনিটের পরে আপাতত তার জায়গায় দলছুট শুভ নামবে!
সবাইকে নতুন করে উদ্দীপ্ত করতে আবার নিজের স্ট্যাটাস পড়ে শুনালেন নিমচাদ! রেফারির ডাকে সবাই মাঠে নেমে পড়লো! রেফারি অন্যমনস্ক হয়ে দুই অধিনায়ক কে অনুরোধ করলো অতিরিক্ত ফাউল না করার জন্য, না হলে উনি সুলেমানী ব্যান দিতে বাধ্য হবেন!
টান টান উত্তেজনায় মুহুর্মুহু তালিতে বাঁশির অপেক্ষায় কিক অফের জন্য প্রস্তুত হামা আর ভূতাত্বা!
প্রথম মিনিটেই আক্রমণে আর্জেন্টিনা, ধারাভাষ্যকার দুজন তখনও চা পানে মগ্ন! প্রথম মিনিটেই গোল!! কান্ডারী অথর্ব নিজের জালে বল নিয়ে প্রবেশ করে সবাইকে বলতে লাগলো, "দুই চারটা গোল না খাইলে আমাদের গায়ে জ্বালা ধরেনা, গোল ও দিতে পারিনা, প্রথম গোল টা নিজেই দিলাম! সংগ্রামী বন্ধুরা যাও গোল ফেরত দিয়ে আসো "
কিন্তু না একবার বাম পাশ দিয়ে, একবার ডান পাশ দিয়ে আক্রমণে দিশেহারা ব্রাজিল! দেখতে দেখতে দুই সেন্ট্রাল ডিফেন্স ছাড়া সবাই একটা করে গোল দিলো! তাই কা_ভা আর বনলতা সেন নিজেরাই আক্রমণে উঠে আসলো! প্রথম অর্ধ শেষ হবার আগে গোল আর্জেন্টিনা 10 - ব্রাজিল 0! বদলি হিসেবে নেমে গোল দেয়ার বায়না ধরলো বটবৃক্ষ আর একজন নিশি, তাই সুযোগ পেয়ে কান্ডারী অথর্বের সাথে মজা নিয়ে দুইজন আরো দুটো গোল দিলো! গোলে গোলে নীল হয়ে গেল ব্রাজিল! রেফারি দ্রুত বাশি বাজালো!
ড্রেসিং রুমে ফিরেই দিকভ্রান্ত পথিক ফেসবুক আইডি ডি এক্টিভেট করে দিলো সাময়িক ভাবে! সে আরেকবার তার ওয়ালে আক্রমণ দেখার মত মানসিক শক্তি তার নেই! কিন্তু হাল ছাড়তে রাজি নয় অপু তানভীর,নিমচাদ! অপু তানভীর বলতে লাগলো ওরা হাস্যকর খেলে এতগুলো গোল দিয়েছে, আমরা ভালো খেলে আরো গোল দিবো! বুকে সাহস রাখেন! এতগুলো গোলের পরেও গায়ে জ্বালা না আসায় কান্ডারী অথর্বকে দেখা গেল ভাবীকে ফোন করতে! মামুন রশিদ প্রতিপক্ষ শিবিরে গিয়ে সবাইকে স্বান্তনা দিয়ে আসলেন, আর গোল দিবেন না বলে জানিয়ে দিলেন! তাই তার বদলে মাঠে নামলো তাওসীফ সাদাত!
বিরতির পর আবার কিক অফ! ঘুরে দাড়ালো ব্রাজিল, নিমচাদের গোলে আর সেলিম আনোয়ার মাঠে নামায় খেলাই পাল্টে গেল! সেলিম আনোয়ার মুহুর্তে ডাবল হেট্রিক করে বসলেন, দিকভ্রান্ত পথিক একটি গোল দিয় গোলটির কৃতিত্ব ক্রিশ্চিয়ানো রোনালদোকে দিলেন! সাথে সাথে জানিয়ে দিলেন খেলা শেষেই ফেসবুকে ফিরবেন, ফিরেই মেসিকে ট্রল করবেন!
খেলা শেষের দশ মিনিট আগে আর্জেন্টিনা 12 - ব্রাজিল. 11! আক্রমণে আর্জেন্টিনা, কিছুক্ষণ বাদেই পাল্টা আক্রমণে ব্রাজিল! টানটান উত্তেজনা, দুই ধারাভাষ্যকার তখন প্রায় বেহুশ! এত উত্তেজনা সামলাতে না পেরে স্ট্রোক করে বসলো সামু সার্ভার! খেলা বন্ধ, দীর্ঘ চেষ্টার পরেও সার্ভার খেলা উপযোগী হলোনা, তাই জানা খেলা পরিত্যক্ত ঘোষণা করলেন আর বিশ্বকাপ দুই ভাগ করার নির্দেশ দিলেন।
দুই দলের সবাই মিলে কান্ডারী সেমাই খেতে বসলো! সবাই সেমাই ভালো হয়েছে জানিয়ে স্টিকি পোষ্টে আরো একটি করে কমেন্ট করার প্রতিশ্রুতি দিল!
খেলা শেষ, সবাই সেমাই খান! ঈদ মুবারক!
পুরো খেলাটাই কাল্পনিক, ঈদ বিনোদন! যাদের খেলায় নেয়া হয়েছে এবং যাদের নাম নিয়ে মজা করা হয়েছে রাগ করবেনা ধরেই করে ফেলেছি, হুট করে আইডিয়া আসার কারণে আর অনুমতি নেয়া যায়নি! সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ আসুক বারবার!