তুমি কি সে রাত দেখেছো ?
অনন্ত চিৎকারের , অন্তহীন থমকে থাকার , তীব্র নীলাক্রান্ত সে রাত !
এমন ভয়ানক অনেকগুলো রাত আমি কাটিয়েছি ডানাহীন পঙ্খিরাজের কোলে বসে একাকী অন্ধকারে , পঙ্খিরাজ মাঝ আকাশে ঠায় দাঁড়িয়ে ছিল ! সে আকাশে চাঁদ আলোকশূণ্যতায় আক্রান্ত ছিল জানো , তারাদের কথোপকথনে ভর করতো নির্জনতা!
এমন বিষন্ন রাতগুলোতে আমি হাটি , খাই , ঘুমাই আবার জেগে উঠি , বেঁচে থাকি , হেসে উঠি , ক্লান্ত হই , উল্লাস করি কিন্তু ভালো থাকিনা ! স্বপ্নযাত্রা থেমে থাকে রাতের মত করেই , দীর্ঘ সে রাত!
যেন
কোন বাজপাখির হৃদয়ের সমস্ত আর্তনাদে বিষাদে ভোর আসেনা আর!
আমি খুঁজি
আমি স্বপ্ন দেখি
আমি আঁকড়ে ধরি
আমি আলো আঁকি নিজস্ব ক্যানভাসে
রং , তুলি , ক্যানভাস, ভাবনা আর দুটো চোখ!
সে চোখে কাজল পড়িয়ে দিতাম , কাজলদানি কিনেছিলাম ক্লান্ত প্রজাপতির ডানার আঘাতে নীল হয়ে যাওয়া স্বপ্নবাজের হৃদয় হতে! চোখদুটো কথা বলতো একাকী নির্জনতায় , চোখের কাজল মিলিয়ে যেত সুদীর্ঘ রাতের গভীরতায় । আমি বারবার চোখদুটো সজীব রাখি , হৃদয় খুঁড়ে কাজলদীঘি বানাই । চোখজোড়া যে আমায় ভোরের পথ দেখায়!
আমি চাইলেই চিৎকার করতে পারতাম জানো?
বিদীর্ণ চিৎকার , রাতের শূণ্যতা ছিড়ে দুমড়ে মুছরে দিতে পারতাম । তাতে হয়তো আলোকশূণ্য চাঁদে ব্যাথা হতো , নীল হয়ে যেতে পারতো সমস্ত তারাদের অভ্যন্তরীন পথ!
একদিন আকস্মিকভাবে চাঁদের গায়ে ব্যাথা হলো , তারারা ক্লান্ত হলো !
আমি চিৎকার করলাম!
ভোর হতে শুরু করলো!
কোথা থেকে যেন বজ্রপাত হলো
তুমি এলে
এসে
হাত বুলালে
এসে
আঁকড়ে ধরলে
অথচ না করলেও পারতে
আমি তন্দ্রাহত কিনা বুঝে উঠিনি তখনো
মনে হচ্ছিলো ভোর হবে তোমায় আমার করে নিলেই , তুমি ছিলে শিমুল ডালের সুখপাখি হয়ে , তুমি ছিলে মধ্যদুপুরের ক্লান্তিমাখা রাজপথে , সন্ধ্যারাতের নিমগ্ন ল্যাম্পপোষ্টের আলোতে । অথচ , ভীতু আমার মনে হতো কেউ নেই , কোথাও কেউ নেই !
ইশ , কেউ নেই কেন ? সেই চোখজোড়া যদি পেতাম , যে চোখে বিষণ্ণ রাতগুলোতে একাকী এঁকেছি ফিনিক্স পাখি ! যে পাখির ডানায় ভর করে আমি আবার জেগে উঠবো , জয় করে নেবো সমস্ত কিছু । এতটাই তন্দ্রাহত আমি ? কেউ নেই ?
তারপর তুমি চিমটি কেটে বলে দিলে তুমি আছো ! আমি ঘুমিয়ে নেই , তুমি আরেকটি চিমটি কেটে জানিয়ে দিলে আমি যেন সত্যি সত্যি কোন ফিনিক্স পাখি হয়ে তোমাকেও জাগিয়ে তুলি , আমার করে নিয়ে !
তারপরের গল্পটা আমাদের !
এই বসন্ত শেষ হবেনা , কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে পড়বেনা ! নীলিমার নীল ফুরাবেনা ।
ভালোবাসা দিবস টিও শেষ হবেনা ।
ক্ষুদ্র ক্ষুদ্র অভিমানের নিচেই লুকিয়ে আছে আমার জেগে উঠার অভিলাস !
এখন তোমাকে দেখি ,
জ্যান্ত হয়ে থাকা দু চোখে
তোমাকে দেখি
আকাশের পরিব্রাজক মেঘদলে
তোমাকে দেখি
এলোমেলো ঘাসফড়িঙের একলা উড়াউড়িতে ।
তোমাকে দেখি
বজ্রপাতে !
আবার , বারবার তোমাকে দেখি
পুলকিত হয়ে
অবাক হয়ে
অসহ্য সুন্দরে একবুক স্বপ্ন নিয়ে
এই বসন্তে
এই ভালোবাসার দিনে
দুজন মিলে জেগে উঠা পাখি হবো বলে !
উৎসর্গঃ তোমাকে!
সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা , আমরা সারাক্ষণ ভালোবাসায় থাকি , কখনো বাবা- মায়ের , কখনো প্রিয় কারো , কখনো বন্ধুর , কখনোবা পাড়ার চায়ের দোকানদারের !
ভালোবাসা ছাড়া এক মুহুর্ত কেউ বেঁচে থাকতে পারেনা !
ভালোবাসায় থাকুন !