অজস্র দৃশ্যকল্পে দীর্ঘ পথ পেরিয়ে ,
এখানে এসে দেখি ধূসর ,
ধোঁয়াটে বিবর্ণ অতীত!
ব্যক্তিগত ক্লান্তি রেখে এসেছিলাম খোলা জারে , নিঃশ্বাসের গন্ধে।
দেখলাম ,
ছায়াপথের মোড়ে মোড়ে নান্দনিকতার পসরা সাজিয়ে বসে
আছে অজস্র আদিমানব , সম্পর্ক গুলো ওখানে বিকিকিনি হয় সস্তা
দামে।
সুনির্ধারিত এবং বিকৃত দৃশ্যকল্পগুলো যখন ধোঁয়াটে হয়ে আসে ,
জেনে রেখো,
অলস মস্তিষ্কের পেরেক গাঁথা বেদনা
নক্ষত্র থেকে নক্ষত্রে ছুটে চলে,
বিবর্ণ হয়ে উঠে আমার সমস্ত প্রাপ্তি
অন্ধকার নেমে আসে জোছনাকালে,
অতঃপর সিগারের ধোঁয়ায় দেখতে পাই
শূন্যতা
অন্ধকার মুঠোয় নিয়ে হেঁটে এসেছি এতটা পথ
একদিন দেখতে পাই ,
গোপন নৈরাজ্যে ঝড় উঠে কালপুরুষের বুকে।
এই যে দীর্ঘ পথ,
ওখানে কোন পদচিহ্ন রেখে আসিনি , ধূসর হয়ে আসে তাই সমস্ত প্রাপ্তি!