এক লোক মনের দুঃখে সমুদ্র থেকে ১৬ মিটার উপ্রে এক পাহাড়ের ঢালে গাছের ডালে গলায় দড়ি দিতে গেলো
দড়িতে যেন নিরবচ্ছিন্নভাবে ঝুলা যায় এইজন্যে খুঁজে খুঁজে গাছের মোটকা এক ডাল বাছাই করলো
দড়িতে ঝুলেও যেন বেঁচে থাকতে না পারে, সেজন্যে গুলি করতে সাথে পিস্তল নিলো
আবার ঝুললে যেন ব্যথা না লাগে সেজন্যে একটু গাঁজাও খেয়ে নিলো
এরপর কি হলো সহজেই অনুমেয়? জ্বি না! তাইলেতো আর এই কাহিনি লিখতাম না
ব্যাটা ঝুলে ঝুলে গুলি করতে গেলে,প্রথমে দড়ির নড়াচড়ার কারণে গুলিও নড়েচড়ে গিয়ে মাথায় না লেগে, দড়িতে লাগে!
এবার তার শরীরের কাঁপুনিতে দড়ি ছিঁড়ে গিয়ে সে ১৬ ফুট নিচে সমুদ্রে পড়ে!!
এরপর সেখান থেকে সাঁতরে তীরে ফিরে আসে, সাথে নিয়ে আসে কিছু অভিজ্ঞতা
সুতরাং পারাপারি কইরা লাভ নাই, জীবনে যখন যা নির্ধারিত আছে, তাই ঘটবে
কাহিনিসূত্রঃ দি এসেনশিয়ালস অফ ফরেনসিক মেডিসিন & টক্সিকোলজি
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০২১ রাত ৮:৪২