দুঃখগুলো জলের মতন
হঠাৎ কখন স্রোতের মত এসে সমস্তকিছু ভাসিয়ে নিয়ে
একাকী ছেড়ে যায়, নিঃসঙ্গ প্রান্তরে।
মাঝে মাঝে ধীরে আসে-
শান্ত, নিস্তব্ধ প্রবাহে ছুঁয়ে দিয়ে পবিত্র প্রশান্তি দেয়!
দুঃখগুলো মাঝে মাঝে অনেক গোপন-
না বলা কথার বিরতিতে
সযতনে তোলা থাকে অন্তরালে।
মাঝে মাঝে প্রকাশিত দীর্ঘশ্বাসে-
দুঃখগুলো চুপটি করে হতাশা গোণে!
দুঃখগুলো কখনো খুব আপন হয়-
দিন যাপনের শেষে একমাত্র সম্বল
যাকে তবু আঁকড়ে ধরে থেকে ভাসা যায় বিলাসিতায়।
কখনো খুব দূরের হয়-
সমস্ত ভাল থাকা কেড়ে নিয়ে কেবল ঘৃণাটুকু ছেড়ে যায়!
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২১ রাত ১১:০৩