আপাতদৃষ্টিতে জামাত-শিবির আর নাস্তিকদের মানুষ আলাদা মনে করে । তাদের মাঝে নাকি দা-কুমড়া সম্পর্ক । আসলে কি তাই ? না , জামাত শিবির আর নাস্তিকদের মাঝে কোন তফাত নাই । আজকে জামাত-শিবির যা করেছে তা কোন মুসলমান করতে পারেনা । এমন কি কোন নাস্তিকও তো উস্লাম এর এত ক্ষতি করেনা । এরা নাস্তিক হইতেও খারাপ ।
কিভাবে ?
১) নাস্তিকেরা সরাসরি ইসলাম উনাকে অস্বীকার করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে আর জামাত শিবির ঘুরাইয়া করে ।
২) নাস্তিকেরা সরাসরি আল্লাহ পাক ও নুরে মুজাসসাম ,হাবিবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের আদেশ মুবারকের বিরোধীতা করে আর জামাত-শিবির ইসলাম উনার নাম দিয়ে সকল অনৈসলামিক কাজ করে , হারামকে হালাল করে মুলত উনাদের আদেশ মুবারকেরই বিরোধীতা করে।
৩) নাস্তিকদের আক্বিদা নষ্ট , জামাত-শিবিরেরও আক্বিদা নষ্ট ।
৪) নাস্তিকেরা জাহান্নামী , জামাত-শিবির ও জাহান্নামী ।
৫) নাস্তিকগুলো সে হিসেবে রাজাকার আর রাজাকারগুলো নাস্তিক ।
এরা মুলত মুদ্রার এপিঠ-ওপিঠ ।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০