ব্লগ-ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ায় মহান আল্লাহ পাক, রসূল পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও শান্তির ধর্ম পবিত্র দ্বীন ইসলাম উনাকে নিয়ে মিথ্যা, অশ্লীল ও কুরুচিপুর্ণ উক্তিকারী নাস্তিকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেড় শাতাধিক শিক্ষক।
গতকাল বুধবার ইবি’র শিক্ষকদের লিখিত বিবৃতিতে বলা হয়- আন্তর্জাতিক ইসলামবিরোধী চক্র, নাস্তিক ও অমুসলিম সম্প্রদায় তাদের ইসলামবিরোধী চক্রান্তের অংশ হিসেবে ব্লগ, টুইটার ও ফেসবুকে মহান আল্লাহ পাক, মহানবী হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, পবিত্র কুরআন শরীফ, পবিত্র দ্বীন ইসলাম উনার বিভিন্ন বিধি-বিধান, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত উম্মাহাতুল মুমিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে নিয়ে মিথ্যা, অশ্লীল ও কুরুচীপূর্ণ মন্তব্য ও প্রচারণা চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এতে আরো উল্লেখ করা হয়, এদেশের কিছু চিহ্নিত নাস্তিক বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য তাদের ব্লগ, ফেসবুক ও টুইটারে আপলোড করে ইসলামবিদ্বেষী প্রচারণা চালিয়ে সারা বিশ্বের মুসলমানদের ঈমান, আকীদা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিনষ্ট করার ঘৃণ্য প্রচেষ্টা চালাচ্ছে।
বিবৃতিদানকারী শিক্ষকরা অবিলম্বে নাস্তিকদের দ্বারা পরিচালিত সকল অনলাইন মিডিয়া বন্ধ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এছাড়া বিবৃতিতে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক পিয়াস করিম ও অধ্যাপক আসিফ নজরুলকে হত্যার হুমকিদানকারীদের শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
বিবৃতিতে সাক্ষরকারী শিক্ষকদের মধ্যে রয়েছেন- প্রফেসর ড. আলীনুর রহমান, প্রফেসর ড. এম ইয়াকুব আলী, প্রফেসর ড. এমতাজ হোসেন, প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, প্রফেসর ড. রুহুল আমিন ভূইয়া, ড. শফিকুল ইসলাম প্রফেসর ড. আফাজ উদ্দিন, প্রফেসর ড. আবু সিনা, প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, ড. আ ছ ম তরিকুল ইসলাম, প্রফেসর ড. শহীদুল ইসলাম নুরী, প্রফেসর ড. আব্দুর রহমান আনওয়ারী, প্রফেসর ড. মোস্তফা কামাল, প্রফেসর ড. ইকাবাল হোছাইন, ড. হুসাইন আহমাদ, প্রফেসর ড. ময়নুল হক, প্রফেসর ড. আ খ ম ওয়ালী উল্লাহ, ড. ইদ্রিস আলী, প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ সেলিম, ড. আবু জাফর খান, আব্দুল গফুর গাজী, ড. লোকমান হোসেন, ড. মো. আব্দুল মালেক, ড. রুহুল আমিন, ড. মুহাম্মদ সোলায়মান, ড. এ কে এম মফিজুল ইসলাম, ড. আকতার হোসেন, ড. মোস্তাফিজুর রহমান, ড. নাজিম উদ্দিন, ড. ওয়ালী উল্যাহ, ড. গোলাম মাওলা, ড. কামরুজ্জামান ও ড. আব্দুল কাদের।