নামায এমন একটি বিষয় যে , যে কোন মুসলমান নামায না পড়লেও অস্বীকার করেনা । করলে সে কাফির । এই দুর্বলতার সুযোগ নিয়েছে তাবলিগ । এদের দাওয়াত এর মুল আহবান হইল নামায । কিন্তু এই নামায কবুল হওয়ার অনেক শর্ত রয়েছে । যার অনেক কিছুই আমরা জানি । নিচের প্রশ্নগুলো হয়ত আমরা অনেকেই জানিনা । কিন্তু নামায কবুল হওয়ার জন্য এগুলাও শর্ত । তাবলিগ যারা করে তাদের নিচের প্রশ্নগুলোর দলিল্ ভিত্তিক উত্তর দেওয়ার আহবান রইল , মনগড়া নয় ।
প্রশ্নঃ
১) নামায পড়ার সময় মোবাইল এ বাজনা রিংটোন বাঝলে এর কি হুকুম ?
২) যে রুমে নামায পড়া হয় সে রুমে যদি প্রানীর ছবি থাকে তাহলে তার কি হুকুম হবে ?
৩) কাবা শরীফ , রওজা শরীফ , মদিনা শরিফ , মসজিদে নববী , বায়তুল মুকাদ্দাস ছবি যে সকল জায়নামায এ থাকে তার উপর নামায পড়া যাবে কি ?
৪) অজু করার পর ভিজা পায়ে জুতা বা ভুমিতে পা রাখা কি ঠিক ?
৫) ভিডিও করা অবস্থায় নামায পড়া কি জায়েয ?
৬) সিসিটিভি লাগানো জায়গায় নামায পড়া জায়েয নাকি নাজায়েয ?
সময় নিয়ে উত্তর দিন ।