আমার এক কলিগ আছেন, মরিশাসের। নাম জয় রাজ সারনাম। তো সারনাম শব্দটি ইংরেজিতে লিখা ও উচ্চারণে শোনায় - সারনেম। বিভিন্ন জায়গা হতে কোন দরকারে যখন তাকে তার নামের শেষাংশ ( যেটা সারনেইম, এবং সবজায়গাতেই লাগে) জিজ্ঞেস করা হয়, বেচারা যন্ত্রণায় পড়ে যায়। যতবার সে উত্তর দেয়, সারনেম, পুনঃ প্রশ্ন হয়, ইয়া, ইয়া, হোয়াট ইজ ইয়োর সারনেইম? সে বলে, সারনেম। প্রশ্নকর্তা আরেকটু ক্ষেপে যায়, ইয়েস, দ্যাটস হোয়াট আই এম আসকিং ইউ। হোয়াট ইজ দেট? এমন কিছুক্ষণ চলতে থাকে। বহুকষ্টে তাকে বুঝাতে হয়, তার সারনেইম হচ্ছে সারনেম। মাঝে মাঝে সে হতাশ হয়ে একটা ভয়ংকর গালি সহযোগে বলে, আই নিড টু চেইঞ্চ ইট ম্যান। আই ডেফিনিটলি নিড টু...
আমার দশাও হয় মাঝে মাঝে এমন। লোকজন আমাকে জিজ্ঞেস করেন, আপনি কোন পত্রিকায় সাহিত্য সম্পাদনা করেন? আমি হেসে উত্তর দিই, সা্প্তাহিক পত্রিকায়। প্রশ্নকর্তা বলেন, ও আচ্ছা, কোন পত্রিকায়? আমি বলি, জ্বি, পত্রিকায়। তিনি আবারো বলেন, বুঝলাম তো, কিন্তু কোনটায়? আমি তখন বিশাল বাক্য খরচ করে বুঝাই, আরে পত্রিকা নাম দিয়ে জুবেলী স্ট্রীট থেকে যে পত্রিকাটা বের হয় প্রতি সপ্তাহে, ওইটাতে। তিনি কিঞ্চিত বিরক্ত হয়ে বলেন, ও আগে বলবেন না? আমি বিরক্ত হই না, হাসিটা ঝুলিয়ে রেখে ভাবি, আমি আগ থেকেই তো এটা বলে আসছি... ( এমন অভিজ্ঞতা কবি রেজওয়ান তানিম ভাইয়ের সাথেও হয়েছিল, বিশ্বাস না হলে উনাকে জিজ্ঞেস করতে পারেন)।
তো, পত্রিকা নাম দিয়ে জুবেলি স্ট্রীট, লণ্ডন থেকে যে পত্রিকাটি বের হয়, তাতে প্রতি মাসে একটা বেশ বড় সড় সাহিত্য সংখ্যা হয়, যার সম্পাদনা করার সুযোগ হয় আমার। পত্রিকাটিতে প্রবাসী লেখকগণ নিয়মিতই লিখছেন, তবে সামোয়্যার ইন ব্লগের প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতার স্বীকার স্বরুপ ঠিক করেছি ব্লগের বন্ধুদের কিছু লেখা ছাপবো প্রতি মাসে ( সংগত কারণেই হয়তো সংখ্যায় খুব বেশি দিতে পারবো না), ব্লগের বন্ধুরা পত্রিকাটির জন্য লেখা পাঠাতে পারেন।
ধরণ: কবিতা, গল্প, প্রবন্ধ, নিবন্ধ, বই আলোচনা, চিত্রকলা বিষয়ক আলোচনা, মোটকথা, সাহিত্যের সাথে সম্পর্কিত সবকিছু।
যে ফর্মেটে পাঠাবেন: বিজয়ে হলে সবচে ভালো হয়। কেননা, অভ্রতে হলে সেটাকে একবার বিজয়ে কনর্ভাট করে, তারপর আবার ম্যাকের জন্য কনর্ভাট করতে হয়। এই দুইবার কনর্ভাটের জ্বালায় অনেক শব্দই ভয়ানক ভাবে বদলে যায়। তবু অভ্রতে দিতে পারেন। যদি পারেন, অভ্রটাকে বিজয়ে কনর্ভাট করে দিবেন দয়াকরে।
সবচে ভাল হয় যদি আনকোরা লেখা দেন যেটা ব্লগে প্রকাশ হয় নি। পরে ছাপানো হয়ে গেলে ব্লগে দিয়ে দিলেন। কিন্তু এতে একটা সমস্যা হতে পারে। যেহেতু, সংখ্যা বের হয় মাসে একটা, তারউপর সংগত কারণেই খুব বেশি জায়গা হয়তো বরাদ্দ করা সম্ভব হবে না ব্লগের জন্য, তাই এ বিষয়টা শিথিলযোগ্য থাকুক। হতে পারে, ব্লগেও থাকলো, ছাপাও হলো। অবশ্য এমনটা যথাসম্ভব এড়ানোর চেস্টা করার অনুরোধ করছি।
সংখ্যা প্রতি মাসের শেষ সপ্তাহে বের হয় সাধারণত। তবে ব্যতিক্রম হয় । এই যেমন এ মাসেরটা দ্বিতীয় সপ্তাহে বের হয়ে যাচ্ছে লণ্ডনের কবিতা উৎসবকে কেন্দ্র করে। আপনি যে কোন সময় লেখা পাঠাতে পারেন।
আরেকটা সমস্যা হলো, পত্রিকাটি যেহেতু লণ্ডন থেকে বের হয়, তাই ইউকের বাইরে থাকলে তো আপনি পত্রিকাটা দেখার সুযোগ পাচ্ছেন না। তারজন্য আমি যা করি, তা হলো, লেখকদের সবাইকে সংখ্যার পিডিএফ পাঠিয়ে দিই। অর্থাৎ পিডিএফ কপিটি পাঠাবো এই প্রতিশ্রুতি দিলাম।
লেখা পাঠান এই ঠিকানায়: [email protected]
বিষয় হিসেবে প্লিজ লিখে দিবেন সাপ্তাহিক পত্রিকার জন্য লেখা দেবার কথা।
আর কোন প্রশ্ন থাকলে এখানে বা আমার ফেসবুকে ( https://www.facebook.com/shagor.rahman.14) যোগাযোগ করতে পারেন।
পরিশেষে এবারের ঈদের চলতি সংখ্যার ( ৩০ সেপ্টেম্বর - ০৬ অক্টোবর) সাহিত্য পাতার সূচিটা আপনাদের সাথে শেয়ার করলাম:
প্রচ্ছদ করেছেন: শিল্পী মেহেদী হাসান।
কবিতা লিখেছেন: নূরুজ্জামান মনি, আতাউর রহমান মিলাদ, আহমেদ ময়েজ, গোলাম কবির, আবু মকসুদ, ওয়ালী মাহমুদ, কাজল রশীদ, মজিবুল হক মনি, উদয় শংকর দূর্জয় এবং বাবুল হোসেইন।
গল্প লিখেছেন: ময়নূর রহমান বাবুল
নিবন্ধ লিখেছেন: আনোয়ারুল ইসলাম অভি
ও মুন্সী জাহাঙ্গীর জিনাত
গুচ্ছ কবিতা লিখেছেন: মাজেদ বিশ্বাস