মেঘেতে রাখোনি জল, তবু মেঘস্বর
কানে এলে তুমি চশমায় আনমনা ।
ঘোলা কাঁচে বৃষ্টি মেখে কড়িদাগে
শৈশব খোঁজ। যত জল, তা ঘামে
ভেজা বুক গহীনে বালি বাঁধে থমকে
উঠে, তেড়ে এসে বিলায় চোখেতে-
সে কথাতো জানো।
এমনি সব হয়। হাওয়ায় খুলে রেখে
ঘুড়ি; ভুলে গেছ বাড়ীপথ। কত ধূলো
জমা হলে জুতোক্ষতে তুমি বিলে
যাবে- সে কথা মাছরাঙারা জানে,
জানিয়ে রেখেছো কলতলার শৈবালদামে।
থমকে থমকে বাড়ী ফিরে বিষন্নতাদল।
মায়াবতীরা ফেরেনা গেলে একবার উচ্ছন্নপথে,
মনে রেখো বনসাঁই পা।
২৯ জুন ২০১১
ছবি: আর্ন্তজাল হতে, Night in Black and Gold, The falling Rocket
by James McNeill Whistler (১৮৭৪)