তো ধাপে ধাপে শুরু করা যাক।
যে সব অপারেটিং সিস্টেম সার্পোট করবে:
•Windows 2000/XP/Vista/7
অন্যান্য রিকোয়ারমেন্টস:
•500Mhz or faster CPU
•10MB RAM free
এ গুলো বোধকরি সবারই আছে।
১ম ধাপ: নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন রকেট ডক (এটাই নাম এই বারটির):
http://rocketdock.com/download
অবশ্যই প্রথম যেটা আছে (Version 1.3.5 (6.20 MB)) এটা ডাউনলোড করবেন।
২য় ধাপ: এটি একটি .exe file. এবার স্রেফ ইন্সটল করে ফেলুন। মাত্র কয় ক্লিক এর ব্যাপার।
৩য় ধাপ: ফাইল টি রান করুন। ব্যস, তৈরি হয়ে গেলো আপনার ম্যাক অপারেটিং সিস্টেমের মত ডকু বার।
৪র্থ ধাপ: এবার নিজের ইচ্ছে মত সাজাবার পালা। বারটির উপর রাইট ক্লিক করে ডক সেটিংসে ঢুকুন । বেশ কিছু অপশন পাবেন। কোথায় বারটি রাখতে চান, কত বড় চান, ফন্ট কি কালার চান, ব্যাকগ্রাউন্ড কি রকম চান, ইত্যাদি অনেক কাস্টমাইজেশন পাবেন। স্রেফ টিপে টিপে দেখুন আর সাজিয়ে নিন নিজের মত। (নিচে ডক সেটিংসের একটি ছবিও দেয়া আছে।)
চাইলে কোন কোন ফোল্ডার ওখানে রাখবেন , কোনটা বাদ দিবেন সব পাবেন শুধু বারটির উপর রাইট ক্লিক করে অপশন গুলো দেখুন।
উপভোগ করুন ম্যাক ফ্লেভার উইন্ডোজে।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১০ রাত ৩:৫৬