প্রতারক মরীচিকা খালি ঘরে পোয়াতির মতো
শেষ যাতনায় কাতরায়
গাঙের কালো জল হয়ে জীবনের অর্ধেক সীমানায়
ইচ্ছে মতো কাঁদে !
একশত তিন দিন যেতেই কান্নার কষ্ট খুব অনুভব করলাম
দুদিকেই আমার জীবন দুদিকেই আমার টান
বৃষ্টি ভেজা মাটি জীবনের বাকি টুকু গিলে খাক
অধমের চিরকাল ভেঙ্গে গেলো কার্তিকের ঝড়ে
হাড় ভাঙ্গা শরীর নিয়তির এক পরম স্নেহে ধরে আছে মন
আগায় না আবার টানেও না শামুকের মতো গুটি দিয়ে পরে থাকে
একশত তিন দিন গেল বয়ে -
এতো জল ঝরছে তবুও পরান ভিজেনা কেন
মাঠ পুরে ছাই হয় দিঘী নালা শুকায়
কবরের বুক চিরে খান খান
নারীর শরিরে তামাটে কিশোরির বোল
বাহুখানা দেখো বদন খানা ছুঁয়ে বল
চুড়ান্ত জোয়ারে এ হৃদয় কি ভাসতে পারে বেদনাকে চুষে ?
অন্তরের গাঢ়ো প্রয়জনেও আর নতুন ভাষার খোঁজ নেই
একশত তিন দিন নিয়ে ব্যকুল দুহাতে খ্যতির শিখরে থাকুক সব
ধুয়ে যাক সব পুরনো তিথি পুরনো অশোভন সত্য মিথ্যা
নারী তুমি কোন পুরুষের জন্য নও
তুমি শুধু তোমার তুমি একা
তুমি পাললিক করুন মাতাল ললাটে ছড়ানো দন্ধ
ক্ষুদার দাবী প্রতিরক্ষার অস্ত্র
একশত তিনদিন এর সমাপ্তি !