কচি বাঁশের চিকন বেতের দোসনা গড়িয়া
তাতে বন্ধু মুড়ি দিবো তোমায় ভরিয়া
খেজুর গুড়ের রসের সাথে নারকেল ঝুড়ি
গরুর দুধের মোটা সরের স্বাদের বাহাদুরি !
এই সব যদি খাইতে চাও আইসো বন্ধু আইসো
পৌষ মাঘ দুই চান্দেতে আমার দাওয়ায় বইসো
শীতল পাটি বিছাই দিবো দিবো পানের বাঁটা
রসের পানের সাথে কব যত রসের কথা !
এবার যখন আসবা বন্ধু পুব দিকের অই ক্ষেতে
লাল মরিচ লাগাইয়া দিবা খাইটা নিজের হাতে
সেই মরিচ দেখিয়া আমি জ্বলবো মনে মনে
আমায় ছাইরা রইবা যখন দূর দেশের ওই বনে!
গরুর ঘরের চালা ভেঙ্গে পানির বান যায়
এই বার আইসা ঠিক করিও যেনো জুগ পারায় ।
ধানী জমির বর্গা চাষি বড়ই চোরের রাজা
তারে এবার আইসা তুমি দিও কঠিন সাজা
ষাট কাঠা ধান দিয়া আমায় বলে মাগো যাই
আমি বলি আশি কাঠার বিশ কাঠা ধান নাই !
দেখ আমি কত জালা দিন যেতে পোহাই
তার উপরে বড় জালা তুমি পাসে নাই
আসবা নাকি বন্ধু এইবার হুট করিয়া আগে
সেই আসাতেই জাগি বুন্ধু সূর্য জাগার আগে !