এখানে পৃথিবীর বুক চিড়ে জেগে উঠেছে আরেক পৃথিবী
অন্ধ চোখেও গুচ্ছ ফুলের মালা বরন খেলায় আনন্দ
খেয়ালে খেয়ালে চারিধারে চার দেয়াল গড়ার মাতনে
এক পৃথিবী জেগে উঠে আরেক পৃথিবীকে বাঁধতে
নীলিমার আধপথে ।
এখানে ঠুনকো হাওয়া ভয় দেখিয়ে যায়
ক্লান্ত পায়ের ক্ষতবিক্ষত একরত্তি পৃথিবীকে,
পৃথিবী তার সোনার কাঁঠি রুপোর কাঁঠি অদল বদলে ক্লান্ত
সমস্ত সংসার জুড়ে পৌরাণিক প্রতীক বুঝি এই পৃথিবী !
ভীষণ আর ক্ষুদ্র দুই পৃথিবীর আত্মার মর্ত্যে নিঃশ্বাসে নিঃশ্বাসে
প্রাণপনে মহাকালের মধ্যরাতে উৎকৃষ্ট পৃথিবীর বুকে
এই পৃথিবী ক্ষয় দিয়ে লিখে যায় -
আমার একরত্তি পৃথিবীতে এতো
ক্ষতবিক্ষত পদাঘাত কেন !!