ত্রিনিত্রি আপনি হাজার বছর বেঁচে থাকুন আপনার সহজাত সুন্দরের চর্চার মাধ্যমে। অসাধারন সব লেখায় ভরে যাক আপনার লেখার খাতায় এবং ব্লগ।
(অফটপিক: সম্ভব হইলে লেখার সাইজ একটু কমায়েন

আপনার মঙ্গলময় জীবন কামনা করছি। আপনার জন্য কুইজ: বলেন তো কার আঁকা?
ত্রিনিত্রির জন্মদিনের এই আনন্দময় মুহুর্তে আরেকজন ব্লগারের কথা না বললেই নয়। কিছূ বাজে মন্তব্যের কারনে আমাদের অতিপ্রিয় একজন ব্লগার তার সবলেখা ড্রাফট করে ফেলেছে। চরিত্রের সাথে মিশে গিয়ে এমন আবেগময় লেখা আর কেউ লিখতে পারে কি না আমার জানা নাই। বলছি সরলতার কথা। মানুষের নোংরামি থাকুক এর পাশ দিয়েই সুন্দরের চর্চা করতে হবে।
ফিরে আসার জন্য অভিনন্দন সরলতা।
আবারো ত্রিনিত্রিকে জন্মদিনের শুভেচ্ছা।
চলেন সবাই আনন্দ করি

সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১১ রাত ২:০১