স্ট্যাম্পেডের মত একটি সাধারণ দুর্ঘটনাকে নিয়ে এত জলঘোলা করার কোনো কারণ থাকতে পারে না। মিনায় যা হয়েছে তার জন্যে আমরা সবাই ব্যথিত। কিন্তু যা হবার হয়েছে। হ্যা, এখানে সৌদি কতৃপক্ষের অসতর্কতা ও কিছু ভুল ত্রুটি হয়েছে। তবে বাঁচা মরা সবই আল্লাহর হাতে এই বাস্তবতা সবাইকে মেনে নিতে হবে। মিনার স্ট্যাম্পেড নিয়ে কোনো তদন্ত করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।
ইরান যে এ নিয়ে বাড়াবাড়ি করছে এতে বিস্মিত হবার কিছু নেই কারণ ইরান হলো সুযোগসন্ধানী। তারা রীতিমত জাতিসংঘে মিনার ঘটনা তদন্তের আহ্বান করে ফেলেছে! এতেই প্রমান হয় তাদের উদ্দেশ্য সৎ নয়। পবিত্র মক্কা, মদীনা ও জেরুজালেম দখলের স্বপ্ন দেখা ইরান সারা মুসলিম বিশ্বকে সৌদি আরব বিরোধী করে তুলতে চাইছে। ইরানের এই অপতত্পরতার ব্যাপারে বাংলাদেশের মুসলমানদেরও সতর্ক থাকতে হবে।
পাশাপাশি, বাংলাদেশে সৌদি বিরোধী যে সমস্ত শিরক-বিদআতি ধর্মব্যবসায়ী কাঠমোল্লার দল আছে, যাদের কাজই হলো উঠতে বসতে তৌহিদবাদী তথা প্রকৃত মুসলিমদের বিরুদ্ধে অপপ্রচার চালানো, এদের ব্যাপারেও সজাগ থাকতে হবে।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯