দিন যায় রাত আসে- জানি খুব সহজ একটা কথা দিয়ে শুরু করলাম।রাতে জেগে থাকতে ভালো লাগে অনেক আগে থেকেয়, আজকে সেরকম ই অপেক্ষা ভোর হবে তারপর সকাল দেখব।এবার আসি আসল কথায় গত কাল সন্ধায় আমাদের প্রধানমন্ত্রী ভাষন দিলেন অনেক আশা শুনায়লেন তাই কিছু কথা কমু আর কি।গত নির্বাচনে আমি আমার প্রথম ভোট দিছি।খালেদা,তারেক্যা,মামুন আর তার দল বলের চাপে সাধারন মানুস অসহ্য তারপর অনেক দিন ইয়াজুদ্দিন নাটক হইয়া আয়লো দেশে নির্বাচন দিলাম ভোট আর লম্বা আশা হাছিনা আপা আইব আর আমাগো ও জাগাইব।কিন্তু কই আমাগো দেশে ফুটবলে যে রকম কোচের পালা বদল হয় মাগার মান বদলায় না ক্রিকেটে মাঝে মাঝে দুই এক ম্যাচ ছারা খালি প্লেয়ার গো আসা যাওয়ার ঝড় নামে সেরকম হাছিনা বু করলো কি আবুল্যা রে দিলো ভয়াবহ খাতে মন্ত্রীত এবার আম পাব্লিক তো অনেক গেলো মাগার তখন পরজন্ত আমাগো বুদ্ধীজিবীগো টনক নরে নাই যখন তারেক মাসুদ আর মিশুক মনীর মরলো তখন আমারা খুব সজাগ হইলাম আগে দেখছি যমুনা সেতুতে ফাটল আর আবুল্যা দেখাইল না করল পুরা দেশ টারে ফাটল কিন্তু হাছিনা তো আবার এক কথার মানুষ তাই আর কি করব শেসে দিলো আবুল্যা রে বদল্যায়া প্রোমশন দিয়া আর এক খানে।গেলো সেইটা তার ও আগে সাহারা আফা আর তার সরকার এক লম্বা আলোচনা কইরা আইলো গেলো কিছু আর্মি অফিসার বিষয় কিছু না বিডি আর ইদানীং সুরু হইছে আবার নাকি গুপ্ত হত্যা তবে খারাপ লাগে লিমন এর মত কাউকে দেখতে তারপর ও দেশে নাকি আইন কানুন এর ব্যাপক উন্নতি।ফারুখ খান খালি কয় কম খান।আর মাল তো বিল্ট ইন মাল, সাইফুর রহমান কইছিলো পত্রিকা খুললে দেশ নাই আর ইনি কয় শেয়ারে বিনিয়োগ কারীরা হইল ফটকাবাজ আর তারা হুদাই চিল্লায়।ইনার যখন মন চায় জিনিসের দাম বাড়ায় গ্যাসের, তেলের আর আমাগো তো কোন সমস্যা নাই কারন জানেনে না দেশে মুল্যস্ফীতি বেশী এটা কমায়তে হইব।এবার আসি আর এক জনের কথায় যিনি বিদেশে বিদেশে ঘুইরা বেড়ায় মাগার ই দেশের লোকজন পাঠানোর ব্যাবস্তা করতে পারে না আবার কবে জানি হেরে দেখি বি বি সি তে ও দেখায় ইনি হইল দীপু আফা।বাইরের দেশে লোক জন তো যাই না আসে লাস হইয়া, গেলো সেইটা।ট্রানজিট,টিপিআই মুখ বাধ কত সব জটিল বিষয় পইরা রইল তখন হাছিনা বু রা সিদ্ধান্ত নিলো ডার্টি পিকচার দেখাইয়া এদেশের মাইন্সের মাথা ঠিক করব কারন দেশী-কিং খান আর নাকি পাব্লিকে খায় না।নৌ মন্ত্রী দেখাইল লাইচেন্স কোন ঘটনা ই না বাংলাদেশের সব লোক ই জাহাজ বিদ্যায় পারদরশী।আর ছাত্রলীগ তো বর্ষ্ পুর্তি করে ধর্ষন দিয়া আর কুয়েটে স্মরন কালের ঘটনা ঘটায়ে দিলো বুয়েট এ এক দফা দেখানো হয়ছে সামনে অন্য গুইলাতে ও তারা আস্তেছে কারন তারা হইল সোনার দেশের সোনার ছেলে।কামাইল্যার হাত যখন পরে মানুষ গড়ার যন্ত্রে ও আর সাংবাদিক হেইটা তো কামাইল্যা বদি এগো কাছে কোন ঘটনা ই না।অতপরঃ সবশেষে সাক্কু জিতছে মাইন্সের খুশি ধরে না।আমি কিন্তু ভাই খুব ই হতাশ কারন এরা কিন্তু মুদ্রার এপিঠ আর ওপিঠ।এক চোরে যাইব আর এক চোরে আইব।নতুন নেত্রিত না আসলে আর কাজ হইব না।তবে আমি সিউর আমরা খুব তারা তারি এই চোর লুইচ্ছা দুর্নীতিবাজদের বাদ দিমু তরুন প্রজন্ম দিবো নেত্রিত।তাই কই ভাই সময় আছে সচেতন হই এদের বাদ দেই আর তা না হইলে তো ভোটের দিন কষ্ট কইরা খারাইয়া ভোট দিওনের কোন মানে দেহি না।যাই হোক শেসে কই আমার ভয় লাগতে ছে হাচিনা বু আবার আমারে কয় মাসের জেল দিয়া দেয়।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১২ ভোর ৫:৪৪