বইয়ের নামঃ যদ্যপি আমার গুরু
লেখকঃআহমদ ছফা
প্রকাশনাঃমাওলা ব্রাদার্স
মূল্যঃ ১৭৫ টাকা
"যদ্যপি আমার গুরু" বইটিকে আপনি প্লুটোর "Phaedo" এর সাথে তুলনা করতে পারেন। প্লেটোর লেখার মাধ্যমে আমরা যেমন তার শিক্ষক দার্শনিক সক্রেটিস সম্পর্কে জানতে পারি। তেমনি এ বইটির মাধ্যমেও আমরা জানতে পারি আহমদ ছফার শিক্ষক রাজ্জাক স্যার সম্পর্কে। এই বইটি লেখা না হলে হয়তো কখনও জানাও যেত না এমন একজন উঁচু মানের লোক এদেশে ছিল। যিনি কোন প্রকার লেখালেখি না করেই শুধুমাত্র চিন্তা, মননের মাধ্যমে বহু মানুষের চিন্তা চেতনাকে নাড়িয়েছ।
এই বইটি আত্মজীবনী হতে পারত কিন্তু ঘটনার বর্ননা এমন ভাবে সাজানো হয়েছে তা থেকে বুঝা কঠিন কোনটি আগে কোনটি পরে।
কথা হচ্ছে কেন বইটি গুরুত্ববহ?প্রথমত আমার কাছে বইটির সবচেয়ে আকর্ষনী দিক বলি কিংবা ভিন্নতাই বলি তা হচ্ছে, আব্দুর রাজ্জাক স্যারের জন্ম সন। যা উনাকে তিনটি ভিন্ন ভিন্ন রাষ্ট্রের নাগরিকত্বের স্বাদ আস্বাদনের সুযোগ করে দেয়। শুধু তাই নয়, শিক্ষা ও বিচক্ষণতা, নির্লোভ, সহজ সরল জীবন যাপন, সহযোগী ও সৌহার্দ পূর্ণ মনোভাবের মাধ্যমে উনি এমন এক পর্যায়ে ছিল , যার কারণে ব্রিটিশ আমল,পাকিস্তান শাসন এবং স্বাধীনতা যুদ্ধ থেকে বাংলাদেশের জন্মের পটভূমি তে যেসব দেশীয় ও বিদেশি বাঘাবাঘা ব্যক্তি রাজনৈতিক ও রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদের প্রায় প্রত্যকে কোন না কোন সময়ে উনার সংস্পর্শে এসেছিল। ফলে ঐ সকল ব্যক্তি ও গোষ্ঠী সম্পর্কে উনার নিজস্ব মতামত ও তাদের চিন্তা চেতনা সম্পর্কে আমরা জানতে পারি। যা বইটির প্রাণ বলা যায়।
দ্বিতীয়ত বইটির মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি, ভাষা, এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা প্রবাহ সম্পর্কেও জানতে পারবো।
বিঃদ্রঃ উনি কেন কোন লেখালেখি করে নি তা সম্পর্কে কেউ জানলে আবশ্যই জানাবেন?
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৩১