তোমার খেয়ালে,হেয়ালীর বশে,
কাটায়েছি কত বেলা।
তোমার বিহনে নিত্য এ মনে,
কত লুকোচুরি খেলা।
মনের আকাশে প্রতিক্ষণে ভাসে-
মেঘে ঢাকা কালো হাসি।
সে হাসি লুকিয়ে, মিথ্যে প্রবোধে-
তবু বলি ভালোবাসি।
ভালোবাসা তোমার ইন্দ্রধনু!
রঙীন আভার আকাশ!
তোমার সুরভী মাদকতা হয়ে,
বেসামাল করে বাতাস!
দিয়েছি তোমায় সরিয়ে দুরে-
ভুলেছি তোমায় সত্য।
তবু তুমি মোর নিদ্রা-জাগরণে
দেখা দিয়ে যাও নিত্য।
আমার জীবনে কোথাও নেই তুমি,
নেই তোমার কোন ছায়া।
ছেড়েছি তোমায় কতদিন হলো....
ছাড়েনি তোমার মায়া।
দেবী তুমি মোর মন-মন্দিরে;
রুক্ষ কঠিন শীলা....
কে হবে বলো তোমার কক্ষ?
কে আছে তোমার তলা?!?
তুমি আমার ব্যর্থ জীবনে এক টুকরো স্মৃতি।,
জীবন সায়াহ্নেও হবেনা কখনো,
এ স্মৃতির বিস্মৃতি।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৪ রাত ৩:১৩