মানুষ তার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে যেভাবে জীবনকে পরিচালিত করে,তার জীবন ঠিক সেভাবেই পরিচালিত হয়। প্রত্যেক মানুষের স্বতন্ত্র কিছু ব্যক্তি দর্শন থাকা উচিত।তাহলে জীবনে যত দু:খই আসুকনা কেন সেই স্বতন্ত্র চিন্তাভাবনার শক্তিশালী ভিত্তি তাকে সকল সমস্যা সমাধানে আসামান্য সাহায্য করে থাকে। আমার কিছু ব্যক্তিগত দর্শন আছে যা আমাকে অনেক সমস্যা থেকে বাঁচিয়ে রেখেছে।
প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা থাকে।আর সমস্যার সমাধানও আছে। সমস্যা নিয়ে কখনো হা হুতাশ করে কোন লাভ নেই। আপনার শক্তিশালী মনোভাবই পারে আপনাকে সমস্যা থেকে বের করে আনতে।
কখনো হতাশ হবেননা। নিজের চেয়ে উপরের মানুষগুলোকে দেখে হতাশ না হয়ে নিজের চেয়ে নিচের মানুষদের দেখুন।শক্তি সঞ্চয় করুন। তবেই নিজের অবস্থার পরিবর্তন করা সম্ভব হবে। মনে রাখবেন হতাশা আপনার সুখী জীবনের অন্তরায়। আপনার উন্নতির পথে প্রধান অন্তরায়।
যা পাননি তা না পাওয়ার আফসোস করবেননা। মনে রাখবেন যে চলে যাবার সে যাবেই, যা হারিয়ে যাওয়ার তা হারাবেই। এটা নিয়ে কখনো কষ্ট পাবেননা। অপ্রাপ্তির বেদনা জীবনে কষ্ট পাওয়ার আরো একটি কারণ।
কখনো কোন কিছুতে জোর খাটাবেননা। কৌশলে কার্যোদ্ধারের চেষ্টা করুন।আপনার আশেপাশের মানুষ গুলোর সাথে সম্পর্কের শীতলতার প্রধান কারণ জোর খাটানো।আর আপনার কাছের মানুষগুলোর সাথে দূরত্ব সৃষ্টি ভালো থাকার অন্তরায়। কখনো নিজের সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেননা। মনে রাখবেন সকলেরই ব্যাক্তিগত স্বাধীনতা রয়েছে।
কারও প্রতি কোন ঘৃণা পুষে রাখবেননা। মনে রাখবেন জন্মগতভাবেই মানুষ স্বার্থপর। সবাই সবার স্বার্থ রক্ষা করতে চাইবে এটাই স্বভাবিক। তাই সকলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানান।:: কারও প্রতি হিংসা বিদ্বেষ ঘৃণা পুষে রাখলে, তা প্রতিনিয়ত আপনার অন্তর্দাহ সৃষ্টি করবে। যা আপনার সুখী জীবনের অন্যতম অন্তরায়।
আর মনে রাখবেন ক্ষণস্থায়ী জীবনে নির্ভেজাল সুখে থাকতে কে না চায়।
তাই আসুন হিংসা,বিদ্বেষ, ঘৃণা ত্যাগ করে বেশী বেশী ভালোবাসুন ভালো থাকুন।
সবার প্রতি অনেক অনেক শুভ কামনা রইলো।
ভালো থাকুন সুস্থ্য থাকুন।।।।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৮