ছোট বেলায় একটা কবিতা পড়েছিলাম......
"এক যে ছিলো মজার দেশ
সব রকমের ভালো।
অন্ধকারটা সাদা সেথায়
সাদা জিনিস কালো। "
কবিতাটা এখনো মনে পড়ে। কবিতাটা তখন পড়তাম আর ভাবতাম এমন দেশও কি কখনো হয়!!!! তবে আজ এখন মনে হচ্ছে তখন আমি আসলেই ছোট ছিলাম। আরো ভাবছি "মজার দেশ" দেখার ইচ্ছে আমার পূরণ হলো।
এক মহান "ইচ্ছাদেবী" আমার সে আশা পূরণ করেছেন! আমি তার কাছে কৃতজ্ঞ। দুক্ষিত! শুধু আমিনা... বাংলার প্রতিটি ঘরে বইছে তার প্রতি মানুষের কৃতজ্ঞতার দীর্ঘশ্বাস!!!
সেই ইচ্ছাদেবী আজ তার ইচ্ছার এমন পপরাক্রমশালী প্রয়োগ করেছেন যে... খাস দরবারের কাজী এখন ইচ্ছাদেবীর ইচ্ছাব্যতীত মুত্র বিসরজনও করতে পারেননা! দেশের মানুষ এখন কথা বলাতো দূরের কথা! একটু রিল্যক্স মুডে বায়ু ত্যাগও করতে পারেননা। না জানি ইচ্ছাদেবী রুষ্ট হন। তাহলেইতো বিপদ!!!! সমূহ সম্ভাবনা রয়েছে পেট চেরা সলিল সমাধির। অথবা;অজানার দেশে হারিয়ে যাওয়ার। এমন দেশে হারাবেন! মাওলানা সাহেব আপনার জানাযা পড়ানোর আগে আপনার লাশ সামনে নিয়ে আমাদের জিজ্ঞেস করার সুযোগ পাবেনা, "লোকটা কেমন ছিলো?" আর আমরাও আপনাকে ভালো বলে সাক্ষী দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবো। আমরা এই সুযোগ থেকে বঞ্চিত হতে চাইনা।
হে ইচ্ছাদেবী!
আমাদের ভালোভাবে বাচার সুযোগতো দিবেননা...
আমার ভাইয়ের,আমার বাবার জানাযাটা পরার সুযোগটা অন্তত দিন।।।
মজার দেশের কথা কেন বললাম?!?!
এজন্যেই বললাম যে... আমি এতক্ষণ যা বললাম তা সবইই সাদা কথা। কিন্তু আমরাতো মজার দেশে আছি, তাই আমার কথাগুলো কালো।
আমার ইচ্ছাদেবী আবার কালো খুব ভয় পান। ওনার প্রিয় রং লাল। একদম রক্তলাল।।।