অনেক চিন্তার পরেও আমি আজও স্থির হতে পারিনি যে, সম্পর্ক আসলে কিসের ভিত্তিতে তৈরি হয়। জন্মসূত্র? জীবন পথপরিক্রমায় পথ চলতে চলতে? আত্নার টানে? নাকি সার্থের কারণে?
জীবনের পথ চলায় অনেক সময় আপনজন কেমন জানি অচেনা হয়ে যায়। ক্ষণিকের ব্যবধানে পরে ফেলে সার্থের মুখোশ।
আবার অনেক দুরের কেউ হঠাত করেই হয়ে ওঠে একান্তই আপন।
বড় অদ্ভুত এ পৃথিবী! তার চেয়েও অদ্ভুত পৃথিবীর মানুষগুলো!
তবুও, জীবনটা অনেক সুন্দর। বেচে থাকাটা আসলেই অর্থবহ।
জীবনকে ভালোবাসলেই জীবন আপনাকে অনেকগুণ ভালোবাস ফিরিয়ে দিবে।
জীবনের জন্য ভালোবাসা।
ভালোবাসার জন্যেই জীবন।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৪ রাত ১০:০৭