প্রথমেই বলে নিই, উনাকে নিয়ে ব্লগটি লিখছি মূলত 'পাক সার জমিন সাদ বাদ' পড়ার রিএকশন হিসেবে। এই বইটি দাঁড়ায় উনাকে বিচার করছি।
আমি জানি, একটি বই দিয়ে কোন লেখককে মুল্যায়ন করা যায় না। কিন্তু এটাও ঠিক, যে ব্যক্তি একবার অপরাধ করে সে ই বারবার অপরাধ করতে পারে।
হুমায়ূন আজাদের "পাক সার জমিন সাদ বাদ" পড়ে আমি হতভম্ব হয়েছি। কোন সুশীল(?) সমাজের বাসিন্দা লেখনীর প্রকাশ এতটা রাফ ভাবে করতে পারে আমার কল্পনায় ছিল না।
পুরোটা বই জুড়ে হিন্দু নারীদের দৈহিক বিবরন, তাদের গায়ের গন্ধের মোহ, কিভাবে গ্রামে গ্রামে ধর্ষণ চালানো হয়, মৌলবাদীরা ও তাদের বিশেষ অঙ্গ ইত্যাদি প্রচুর অশ্লীল বাক্যে বইটি পূর্ণ।
অথচ এর দুতিন শতাংশ ব্যবহার করেও আদর্শ সাহিত্যের মাধ্যমে মৌলবাদীদের কর্মকাণ্ড ব্যাখা করা যেত। এই বই পড়ে মৌলবাদীদের প্রতি ঘৃণা না জন্মে উল্টো লেখকের উপর ঘৃণা জন্মাতে বাধ্য। ইসলামকে যথেচ্ছ ও অশ্লীল ভাবে প্রকাশের কথা বাদই দিলাম।
এত অশ্লীল লেখনী একমাত্র চটি লেখকের কলম দিয়েই বের হওয়া উচিত ছিল, আমার বিশ্বাস।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৫ রাত ১১:২৯