ইন্ডিপেন্ডেট টিভির খবর অনুযায়ী,
ধ্বসে পড়া ভবনের নিচে কয়েকশত 'জীবিত'
মানুষের
সন্ধান পাওয়া গেছে। আমার ধারণা,রাতের মধ্যে উদ্ধার
করা গেলে,
তারা শেষমেষ 'জীবিতই থাকবেন।
এখনই যা যা দরকার
১. আলো
২. অক্সিজেন ৩. হেলমেট
৪. উদ্ধার তৎপরতা
৫. তাদের উদ্ধার করার পর দ্রুত চিকিৎসা।
যার যা কিছু আছে, তাই নিয়ে এখনই
ঝাপিয়ে পড়ার
সময় বলে -আমি মনে করছি। ফায়ার সার্ভিসের সমন্বয়কারী মেজর জিহাদ
জানিয়েছেন -
বড় অক্সিজেন সিলিন্ডার আনতে পারলে পাইপ
দিয়ে ভিতরে দেয়া যেত।
আটকা পড়া জীবিতদের সকাল পর্যন্ত
বাঁচিয়ে রাখার জন্য খুব সহায়ক হতো।
বড় হাসপাতালগুলোতে এধরনের সিলিন্ডার
থাকে।
যারা এ ধরনের রিসোর্স মবিলাইজ
করতে পারবে,
খবরটা তাদের কাছে পৌঁছে দিন। গণমাধ্যমের বন্ধুরা - দয়াকরে এই
বিষয়ে একটা স্ক্রল দিন।
------কুশাল ভৌমিক।