এক বছরেরও বেশি হয়ে গেছে! শেষ পোস্টটা। ভাবতেই অবাক! লাগছে অনেক।
ভালো আছি। ব্যস্ত আছি। অলসও আছি। দুটোই আছি।
এই মূহুর্তে ঘুম পাচ্ছে। ভীষণ ভীষণ। ঘুমিয়ে পড়ব। কিছুক্ষণের ভেতর ভেতর।
প্রায়কিছুই লিখি নি এর মধ্যে। ভালোই হলো। কঙ্কাল সম্পর্কে একটা ধারণা হলো। মাংশের আগে কঙ্কাল লাগে। কে না জানে।
বি-ড্যাশআয়ন চলছে। ফিল ইন দ্য ব্লেংক্স। অনেক কিছুরই। আশু রোগমু্ক্তির সম্ভাবনা নাই। দীর্ঘ প্রসেস। বাংলায় প্রক্রিয়া। কিন্তু রোগ ধরতে পেরেছি। এইটাই আলহামদুলিল্লাহ'র।
আর, উকুলেলের প্রেমে লাইলী। এক রাতেই দীর্ঘ হাঁটা। ক্লান্ত অনেক।
খুব মিষ্টি খেলনাধ্বনি। গিটার তালাক। উকু...লেলে।
১. ১০ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৯:১৩ ০
"বি-ড্যাশআয়ন চলছে। ফিল ইন দ্য ব্লেংক্স। অনেক কিছুরই। আশু রোগমু্ক্তির সম্ভাবনা নাই।"
বোধকরি আমারও!
ভালো থাকবেন...আজ হঠাত আপনার পোস্ট টা চোখে পড়ে "হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে" র অনুভূতি আসলো! অনেক শুভকামনা।