সম্প্রতি বার্সেলোনা ঘুরতে গিয়ে যে জিনিসটি দেখে আমি সবচেয়ে অভাবিত হয়েছি তা হচ্ছে la sagrada familia চার্চ দেখে। ইউরোপে জুড়ে ক্যাথেড্রাল আর ক্যাথেড্রাল। রোমান স্থাপত্যকলার অন্যতম নিদর্শন সব শহর জুড়েই আছে: লন্ডন, পারিস, কোলন, বার্সেলোনা, ব্রাসেলস ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার মাঝেও এই চার্চটি ব্যতিক্রম।
আসুন এই চার্চটি সম্পর্কে জেনে নেই
la sagrada familia
Basílica i Temple Expiatori de la Sagrada Família সংক্ষেপে যা la sagrada familia নামে পরিচিত তা হচ্ছে বার্সেলোনার (কাতালোনিয়া) বড় রোমান ক্যাথেলিক চার্চ। এটা একটি পারিবারিক চার্চও বটে| এন্থনি গৌডি (১৮৫২-১৯২৬) এর ডিজাইন করেন। যদিও অসম্পূর্ণ তবুও এই চার্চটি UNESCO বিশ্ব heritage এর একটি (আমাদের সুন্দরবনের মত) এবং ২০১০ সালে নভেম্বর মাসে পোপ বেনেডিক্ট xvi একে ছোট basilica হিসেবে স্বীকৃতি দেন।
ইতিহাস
১৮৭২ সালে ভ্যাটিকান দেখে অনুপ্রানিত হয়ে, বোকবেলা একটা চার্চ তৈরির সিদ্বান্ত নেন। নিজের সম্পদ এবং দানের উপর ভিত্তি করে ১৮৮২ সালে শুরু হয় এর নির্মান কাজ। ১৯৮৩ সালে গৌডি এই প্রজেক্টে কাজ করা শুরু করেন এবং যখন মূল স্থপতি ভিলার প্রজেক্ট থেকে অবসর নেন তখন পুরো দায়িত্ব গৌডি নিয়ে পুরো ডিজাইন আমূল বদলে ফেলেন।
মূল মডেল, ওয়েব থেকে
গৌডি ১৯২৬ সালে যখন মারা যান তখন পুরো প্রজেক্টের ২৫ ভাগের কম শেষ হয়েছিল। প্রজেক্ট যেহেতু ব্যক্তিগত দানের উপর চলতো তাই এর নির্মানকাজও চলে খুব ধীরে সুস্থে। আবার এর মাঝে শুরু হয় স্পেনে গৃহযুদ্ধ, ফলে নতুন করে ১৯৫০ সালে নির্মান কাজ শুরু হয়। গৃহযুদ্ধের সময়ে গৌডির মডেল এবং ডিজাইনের অনেকটুকু ধ্বংস হয়ে যা্য়। বর্তমানের এর নির্মাণ কাজ চলছে খন্ডিত পুনর্গঠিত ডিজাইনের উপর তার সাথে যুক্ত হয়েছে আধুনিক ধারণা।
sagrada famili সম্পর্কে সমালোচক Rainer Zerbst বলেন, 'পুরো শিল্পকলার ইতিহাসে এরকম কোনো চার্চ বিল্ডিং পাওয়া সম্ভবত অসম্ভব।' অন্যদিকে Paul Goldberger বলেন 'মধ্য যুগের পরে গথিক স্থাপত্যের সবচেয়ে অভাবনীয় প্রদর্শন।'
ভবিষ্যত
আশা করা যাচ্ছে গৌডির মৃত্যুর ১০০ বছর পরে ২০২৬ সালে এর নির্মাণ কাজ সম্পূর্ণ হবে।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:২৩