কাউকে কেমন আছেন জিজ্ঞেস করলে বিভিন্ন রকম উত্তর পাই।
১। আছি কোন রকম!
২। এইতো!
৩। যেমন দোয়া করেছেন!
৪। আল্লাহ যেমন রেখেছেন!
৫। ভাল না!
৬। মোটামুটি!
৭। দেশের যে অবস্থা! ভাল থাকি কেম্নে?
৮। ভাল-মন্দ মিলিয়েই আছি!
৯। শরীর ভাল, মন ভাল না!
১০। আর কেমন! শান্তির মায় মইরা গেসে!
অথচ উপরের একটাও আল্লাহর রাসুল (সাঃ) এর সুন্নত নয়!
বলা উচিত ছিল "আলহামদুলিল্লাহ, ভাল আছি"। এই দুনিয়াতে যত দোয়া আছে তার মধ্যে সবচেয়ে উত্তম দোয়া হল "আলহামদুলিল্লাহ"।দিনে-রাতে আমরা কতবার সুযোগ পাই এই উত্তম দোয়া করার, একবার ভেবে দেখেছেন? একবার "আলহামদুলিল্লাহ" বললে আল্লাহপাক এই দুনিয়া থেকে আসমান পর্যন্ত সমস্ত কিছু নেকি দিয়ে ভরে দেন।
চলুন, আজ থেকে প্রতিজ্ঞা করি, "আলহামদুলিল্লাহ" বলার কোন সুযোগ আর ছাড়বো না। আমীন।
YOU CAN VISIT MY BLOG:
https://www.shishir54.xyz
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৬