“সকল প্রশংসা আল্লাহতায়ালার, যিনি সৃষ্টিজগতের পালনকর্তা।
যিনি পরম দাতা-দয়ালু।
যিনি বিচার দিনের মালিক।
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য
চাই।
তুমি আমাদের সহজ সরল পথ দেখাও।
তাঁদের পথ, যাদের তুমি ভালবেসেছ।
তাদের পথ নয়, যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট হয়েছে।“
সূরা ফাতিহার বাংলা অনুবাদ। পুরো সূরায় মাত্র একটি লাইন। “তুমি আমাদের সহজ সরল পথ দেখাও।“
এই একটি কথা বলার জন্য আল্লাহপাকের কাছে কাকুতি-মিনতি করা হয়েছে। প্রশংসা করা হয়েছে। এই সুরাটিকে কোরানের মা বলা হয়েছে।
সাহাবীরা রাসুল পাক (সাঃ) কে প্রশ্ন করেছিলেন, হে আল্লার রাসুল, এই অভিশপ্ত ও পথভ্রষ্ট কারা? রাসুল (সাঃ) জবাব দিলেন, “ওরা ইহুদী ও খ্রিষ্টান।“
যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট আমরা মুসলমানেরা তাদের পথ অনুসরণ করছি! ইহুদী ও খ্রিষ্টানদের সমস্ত কালচার আমরা মুসলমানেরা পালন করছি! অথচ আমরাই সুরা ফাতিহা পড়ে “সহজ-সরল” পথ খুঁজছি???
বিষয়টি ভেবে দেখার সময় কি এখনো হয়নি হে মুসলমান ভাইয়েরা
YOU CAN VISIT MY BLOG:
https://www.shishir54.xyz
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৮