ইবাদত কবুলের শর্ত তিনটি।
১। আকিদায়ে সহিহ- সহিহ আকিদা থাকতে হবে। ইবাদতে শির্ক থাকা চলবে না।
২। তরিকায়ে রাসুল (সাঃ)- রাসুল (সাঃ) এর নিয়ম অনুযায়ী ইবাদত হতে হবে। উনি যেভাবে দেখিয়ে গেছেন, যেভাবে করে গেছেন, সেভাবেই করতে হবে নয়তো ইবাদত বাতিল। অর্থাৎ ইবাদতে বিদআত থাকা চলবে না।
৩। এখলাসে আমল- ইবাদত লোক দেখানো বা লোক কে শোনানো উদ্দেশ্য হলে তা বাতিল।
সারমর্ম এই যে, ইবাদতে শির্ক, বিদআত, রিয়া ও শ্রুতি থাকলে তা আল্লাহ্র দরবারে কবুল হবে না। ইবাদত কবুলের আরও একটি পুর্বশর্ত হল হালাল রুজি। হারাম খেয়ে কখনো ইবাদত কবুল হয় না।
আল্লাহপাক আমাদের উপরোক্ত পাপ থেকে বিরত রাখুন। আমিন।
YOU CAN VISIT MY BLOG:
https://www.shishir54.xyz
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১২