আপনি কি জান্নাতি না জাহান্নামী? আপনি বলবেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবেনা। কথা সত্য। তবুও কোরান হাদিস থেকে কিছু নমুনা পাওয়া যায় যাতে অনেকখানি অনুমান করা যায়। হাতে সময় থাকলে চলুন লিটমাস টেষ্ট করা যাক।
১. আপনি কি দরিদ্র, এতিম দেখলে খেপে যান?
২. আপনি কি প্রতিশোধ নিতে পছন্দ করেন?
৩. আপনি কি পাপ কাজ করতে ভালোবাসেন?
৪. আপনি কি মানুষের উপকার করতে অপারগতা প্রকাশ করেন?
৫. কারো ক্ষতি করলে কি আপনার মনে আনন্দ হয়?
৬. ধর্মের কথা শুনলে বিরক্ত হন?
৭. অন্যের মাল আত্মসাৎ করতে ভালো লাগে?
৮. হারাম হালাল আপনার কাছে কোন গুরুত্ব বহন করে না?
৮. সারাক্ষণ মিথ্যা বলতে ভালো লাগে?
৯. ঘনঘন ওয়াদা করেন এবং সবসময়ই তা ভঙ্গ করেন?
১০. আপনি কি আমানতের খেয়ানত করেন?
১১. মানুষকে মর্মান্তিকভাবে মারতে আপনার ভালো লাগে?
১২. আপনি কি কাপড় পড়েও উলঙ্গ থাকেন? অর্থাৎ এমন ভাবে নিজেকে পরিবেশন করেন যাতে পরপুরুষ আপনার দিকে আকৃষ্ট হয়? (এটা নারীদের জন্য প্রযোজ্য) হে নারী, জাহান্নামে তোমাদের সংখ্যাই অধিক।
যদি উপরের সবগুলো পয়েন্ট আপনার সাথে মিলে যায় তবে আপনি জাহান্নামী। (সাধারণ অর্থে) বাকিটা মহান আল্লাহপাকের ইচ্ছা।
আল্লাহপাক আমাদের উপরের পয়েন্টগুলো থেকে নিরাপদ থাকার তৌফিক দান করুন। আমিন।
YOU CAN VISIT MY BLOG:
https://www.shishir54.xyz
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১১