এক লক্ষ চব্বিশ হাজার নবী-রাসুল প্রেরিত হয়েছে দুনিয়াতে যার মধ্যে ৩১৫ জন রাসুল। এদের সবার দাওয়াত ছিল একটা। আর তা হল, তৌহিদ বা একত্ববাদ।
সবাই মানুষকে দাওয়াত দিয়েছে আল্লাহ্ এক, তাঁর কোন শরিক নেই। হে মানুষ, তোমরা শিরকের মত মহাপাপ করো না। সব পাপ আল্লাহ্পাক চাইলে ক্ষমা করতে পারেন কিন্তু শিরকের পাপ কখনো ক্ষমা করবেন না। আপনি শিরক করলেন মানে জাহান্নামের পথে নিজেকে সপে দিলেন।
আপনি হয়তো বলবেন, আমি শিরক করিনা। ব্যাপারটা কিন্তু সত্য নয়। আপনি শিরকের মধ্যে ডুবে আছেন। উঠতে-বসতে শিরক করছেন। আপনি সেটা জানেন-ই না! কি ভয়াবহ ব্যাপার! হয়তো আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, আল্লাহ্র হুকুম মেনে চলছেন বলে ধারণা করছেন। কিন্তু শিরক মিশ্রিত ইবাদত আল্লাহ্র কাছে কোন মুল্য রাখে না। আপনার সমস্ত ইবাদত বিফল।
মিলিয়ে দেখুন নিচের শিরকগুলো থেকে আপনি মুক্ত কিনা।
কবরের কাছে কিছু চাওয়া
গনকের কাছে হারানো কিছু ফিরে পাওয়ার আশায় যাওয়া
শহিদ মিনার বা যেকোন স্মৃতি স্তম্ভে কিছু দেয়া
বিপদ দূর করা বা রোগ মুক্তির আশায় তাবিজ বা এমন কিছু ব্যবহার করা
যকোন মৃত মানুষের ওসিলায় কিছু চাওয়া
আল্লাহ্ ছাড়া অন্য কারো নামে পশুপাখি জবেহ করা
আল্লাহ্ ছাড়া অন্যের নিকট আশ্রয় চাওয়া
আল্লাহ্ ছাড়া অন্যের নামে কসম কাটা
কোন কর্মের মাধ্যমে শুধু দুনিয়া উপার্জন করা
নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি কামনা করা
হাত থেকে কিছু পড়ে গেলে মেহমান আসবে এমন চিন্তা করা
টিকটিকি টিক টিক করলে সে ঠিক বলেছে এমন মনে করা
যেকোন দিন পালন করা (দুই ঈদের দিন,জুম্মার দিন এবং ঈদুল আযহার পরের তিন দিন ছাড়া)
জন্মদিন, মৃত্যুদিন, ভালবাসা দিবস, মা দিবস, বাবা দিবস ইত্যাদি পালন করা
গণকের কাছে হাত দেখানো
ড্রাইভার ভাল তাই গাড়ী এক্সিডেন্ট হল না মনে করা
ডাক্তার ভাল তাই রোগী বেঁচে গেল মনে করা
আরো অসংখ্য......মোট কথা সব সময় আল্লাহ্কে স্মরণ করা, অন্য কাউকে শরিক না করা।
এইবার বলেন কে কে উপরের পয়েন্টগুলো থেকে মুক্ত......
YOU CAN VISIT MY BLOG:
https://www.shishir54.xyz
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৪