আপনাকে যদি বলি, আপনার জীবনের আদর্শ কে? নিশ্চয়ই কারো না কারো নাম আসবে। আমাদের সবার ই আদর্শ থাকে। কারো আদর্শ তার বাবা, কারো মা, কারো আদর্শ তার প্রিয় লেখক, কারো খেলোয়ার, কারো আদর্শ নেতা, কারো বা নায়ক-নায়িকা।
যাদের আমরা প্রানপন অনুকরন করার চেষ্টা করি। পারি বা না পারি, চেষ্টার কোন কমতি থাকে না। কেউ কেউ তাঁদের সান্নিধ্য পায়, আবার এমনও হয়, কখনোই তাঁদের দেখা মিলে না। তবুও থেমে থাকে না অন্ধ অনুকরণ! এমনকি তাঁদের জন্য আমরা মরতেও প্রস্তুত থাকি! উদাহরন হিসেবে বাংলাদেশের নায়ক সালমান শাহ বা ভারতের নায়ক উত্তম কুমারের কথা বলা যায়। তাদের মৃত্যুর খবর শুনে সহ্য করতে না পেরে কিছু পাগল ভক্ত চলে গেছেন দুনিয়া ছেড়ে।
কখনো ভেবে দেখেছেন, সারাজীবন অনুকরণের ফলাফল কি? কি পেয়েছেন আপনি? না পেরেছেন তাঁর মতো হতে, না পেরেছেন নিজে কিছু করতে। তাছাড়া যাকে অনুকরণ করলেন, তিনি কি আসলেই অনুকরণের যোগ্য? কে বিচার করবে?
সাধারণত মানুষের আদর্শ নির্বাচিত হয় তার প্রিয় বিষয়ের উপর নির্ভর করে। যে ফুটবল পছন্দ করে তার আদর্শ হবে সেরা কোন ফুটবল খেলোয়ার। যে পড়তে পছন্দ করে তার আদর্শ হবে সেরা কোন লেখক। নিজে কিছু পারুক বা না পারুক, নিজ আদর্শের মানুষের সাফল্যে নিজেকে সফল মনে করে। এটা এক ধরনের ফ্যান্টাসি ছাড়া আর কিছুই নয়। মজার ব্যাপার হল, আপনার আদর্শের মানুষ কিন্তু সব দিক দিয়ে সেরা নন। হয়তো কোন এক বিষয়ে তিনি পারদর্শি।
চলুন একটু অন্যভাবে ভাবা যাক।
১৮ হাজার মাখলুকাতের মাঝে সর্বশ্রেষ্ঠ হল মানুষ। আল্লাহপাক মানুষের চেয়ে দামী কিছু সৃষ্টি করেন নি। আপনি-আমি সেই মানুষ। চলুন,আল্লাহ্ আমাদের এত বড় সম্মান দিয়েছেন তাই আল্লাহ্র দরবারে জানাই শতকোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ্।
এবার বলুন, মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ কে?
ঠিক ধরেছেন! তিনি আমাদের রাসুল (সাঃ)। তাঁর চেয়ে দামী মানুষ আদি থেকে কেয়ামত পর্যন্ত কোনদিন আসবে না। তাঁর মাঝেই আল্লাহ্ দিয়ে দিয়েছেন সর্বোত্তম গুনাবলী এবং সর্বোত্তম আদর্শ। রাসুল (সাঃ) কিন্তু শুধুমাত্র এক বিষয়ে সেরা নন। তিনি সব বিষয়ে সেরা। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এমন কোন বিষয় নেই যেখানে আমরা রাসুল (সাঃ) কে সেরা হিসেবে খুঁজে না পাই।
জীবনে কখনো কি তাঁকে আদর্শ হিসেবে চিন্তা করেছেন? কখনো কি ভেবেছেন, তাঁর মতো হবেন?? কখনো কি ভেবেছেন তাঁর আদর্শের জন্য নিজের জীবন দিবেন???
ধর্মিয় ভাবে না হোক, মানুষ হিসেবে যে তিনি সবার সেরা তা কিন্তু ইহুদি-নাসারাও এক বাক্যে মেনে নেয়। তাহলে সেই সেরা মানুষ টিকে জীবনের আদর্শ হিসেবে মেনে নিতে আপনার মন সায় দেয়না কেন?
রাসুল (সাঃ) কে ভাল না বাসলে, তাঁর আদর্শে নিজেকে গড়ে না তুললে আপনি নিজেকে মুমিন দাবী করতে পারবেন না। ফলাফল, জাহান্নাম।
তাঁর কথা বলা, চলাফেরা, কাজ-কর্ম, খাওয়া, ঘুম এমনকি বাথরুমে কিভাবে যাবেন তার নির্দেশনা ও পাওয়া যায় তাঁর সুন্নাহ তে। জীবনে চলার পথে এমন কোন নির্দেশনা নেই যা তাঁর জীবন অনুসন্ধান করলে পাওয়া যাবে না। সেই মহামানব কে ছেড়ে আপনি কার পিছনে ছুটে চলেছেন?
নিজেকে কি মানুষ ভাবেন? যদি ভাবেন তবে সবার আগে জরুরী সেই মানুষকে জীবনের আদর্শ হিসেবে মেনে নেয়া যিনি সব দিক থেকেই সেরা।
আল্লাহ আমাদের বোঝার ক্ষমতা দান করুন, আমিন।
YOU CAN VISIT MY BLOG:
https://www.shishir54.xyz
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৭