কোন এক দূর দেশে এক ঈমাম বাস করতো। তাঁর বাসা থেকে মসজীদে যেতে তাঁকে বাস ধরতে হত। যদিও খুব বেশি দূরে নয়, তবুও বাসে যাওয়া তাঁর জন্য সুবিধাজনক ছিল। একদিন উনি বাসে উঠে চালককে ভাড়া দিলে চালক ভাড়া রেখে বাকী টাকা ফেরত দিল। সিটে গিয়ে বসে ঈমাম দেখতে পেলেন, যে টাকা তাঁর ফেরত পাবার কথা ছিল তার থেকে ২০ টাকা বেশি। উনি চিন্তায় পড়ে গেলেন। একবার ভাবলেন, টাকাটা ফিরিয়ে দেয়া দরকার। আবার ভাবলেন, ২০ টাকা এমন বেশি কিছু নয়। না দিলে ক্ষতি কি? এতে বাস কোম্পানীর কি ই বা ক্ষতি হবে!
টাকাটা ফেরত দেবেন কি দেবেন না, ভাবতে ভাবতে তাঁর মসজীদ চলে এল। দরজা দিয়ে নামার সময় কি মনে করে তিনি টাকাটা চালক কে ফেরত দিয়ে বললেন, “আপনি মনে হয় ভুলে এই টাকাটা আমাকে বেশি দিয়ে ফেলেছেন।“
“না, ভুল করে নয়, ইচ্ছে করেই টাকাটা আপনাকে বেশি দিয়েছি।“-চালকের উত্তর।
ঈমাম খুব অবাক হয়ে প্রশ্ন করলেন, “কিন্তু কেন?”
চালক বলল, “গত তিন বছর ধরে আমি ইসলাম ধর্মকে পর্যবেক্ষণ করে আসছি। আপনার পোশাক দেখে বুঝতে পারি আপনি একজন ঈমাম। তাই ভাবলাম, আজ আমি একটা সিদ্ধান্ত নিব। যদি আপনি সৎ হন তবে আমি ইসলাম গ্রহন করবো। আর যদি আপনি টাকাটা রেখে দেন তবে ভেবে নিব আপনিও অন্য সবার মত অসৎ।“
এরপর বাস চালক বাস নিয়ে চলে গেলেন। ঈমাম রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। কেন কাঁদছেন? এর জবাবে ঈমাম বললেন, “আমি মাত্র ২০ টাকার জন্য আমার ধর্ম, আমার ইসলামকে, আল্লাহ্র দ্বীনকে এক বিধর্মির কাছে বিক্রি করে দিয়েছিলাম! মাত্র ২০ টাকার জন্য!!!”
-------------------
বুকে হাত দিয়ে বলুনতো, মুসলিম হিসেবে নিজের ধর্ম, আল্লাহ্র দ্বীন কে দিনে কতবার বিক্রি করেন? আজ আমরা নিজেদের ধর্মকে কোথায় নামিয়ে এনেছি! বিধর্মিদের কাছে আজ মুসলমান মানে, মিথ্যাবাদী, চোর, ডাকাত, জঙ্গি, সন্ত্রাসী, ধর্ষক, খুনী, অসভ্য, বর্বর, আমানতের খেয়ানতকারী। যত বাজে বাজে বিশেষণ আছে সব আজ মুসলমানের মাথার উপরে। একবারো ভেবে দেখেছেন, কেন? এর জন্য দায়ী কে? দায়ী আমি, দায়ী আপনি।
চলুন, এই রমজান মাসে প্রতিজ্ঞা করি, নিজেকে একজন খাঁটি মুসলমান করে গড়ে তুলব। জীবন গেলেও ইসলাম কে, আল্লাহ্র দ্বীন কে কারো কাছে বিক্রি করবো না।
আল্লাহ্ আমাদের পুর্ন মুমীন হবার তৌফিক দান কর। আমীন।।
YOU CAN VISIT MY BLOG:
https://www.shishir54.xyz
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৭