ভাগ্য বনাম কর্ম
মিতা রিতা প্রতিবেশি
পাশাপাশি ফ্ল্যাটে থাকে।
রিতা সদাই মিতার উপর
কড়া নজর রাখে।
মিতা খুবই পরিশ্রমী
ক্লাসে ফার্ষ্ট হয়
রিতা ভিষন অলস মেয়ে
সব বিষয়ে ভয়।
কিন্তু তবু হিংসেপনা
রিতা সবই চায়
ভাল কাজের বিনিময়ে
মিতা যা যা পায়।
একদা মিতা নার্সারিতে
গেল বাবার সাথে
কিনে আনলো একটি ফুল গাছ
গন্ধ দিবে রাতে।
তাইনা দেখে রিতাও সেদিন
সে গাছ আনলো কিনে
দু'জনেই তাদের বারান্দাতে
লাগালো গাছ একদিনে।
প্রতিদিন সকাল বিকাল মিতা
গাছে দেয় পানি
মরা পাতা আর আগাছাও
উপড়ে ফেলে টানি।
কিন্তু রিতা যখন তখন
গাছটা শুধু দেখে
প্রতিদিনই গাছটা যেন
হয়ে যাচ্ছে ফিকে।
কয়েকদিন পর মিতার গাছে
ফুটলো কিছু ফুল
নিয়মিত যত্ন নেয়ায়
করেনিতো ভুল।
রিতা এসে বারান্দায়
দেখে তাহার গাছ
পাতা বিহীন গাছটা যেন
গাছের একটা লাশ।
মিতা খুশি পরিশ্রমের
মূল্য বুঝে পেয়ে
ভাবছে আরো কিনবে গাছ
নার্সারিতে গিয়ে।
রিতা ভাবে "ভাগ্য খারাপ!!!
গাছটা গেলো মরে।"
গাছটা তাহার বাচঁলো না
ফুল ফোটাতো দূরে।
কিন্তু বন্ধু মনে রেখো
ভাগ্যতো নয় কিছু
পরিশ্রম করলে ভাগ্য
ছুটবে পিছু পিছু!!!
-------------------------------সমাপ্ত------------------------------------
মূল ভাবনাঃ মেহেদী হাসান মিরাজ (ব্লগার মিরাজ ইজ)
চিত্রগ্রহন, পরিচালনাঃ শিপু ভাই
সহকারীঃ দিদার হোসেন, কামাল হোসেন, নিজাম উদ্দিন
বোনাস ফটুকঃ
একটা কুশ্চেনঃ কার উপ্রে ক্রাশ খাইছেন???
----------------------------------------------------------------------------
বিহাইন্ড দ্যা সিনঃ