আপনারা নিশ্চয় উপরের ছবির মতো লেবেল রেডিমেট কাপড়ে স্টিকারের মতো লাগানো দেখেছেন। এটি আসলে লেবেলযুক্ত কাপড়ের যত্ন নেওয়া সংক্রান্ত নির্দেশনা সম্বলিত সাংকেতিক চিহ্ন। আজ আমরা লেবেল কোডের অতিপ্রয়োজনীয় কয়েকটি চিহ্ন সম্পর্কে জানব।
এই চিহ্নটি কাপড় ধোয়া সংক্রান্ত নির্দেশনা প্রদান করে।
এই চিহ্নের অর্থ ৩০ ডিগ্রি C তাপমাত্রায় কাপড় টি ধুতে হবে। এই চিহ্নে ৩০ এর পরিবর্তে ৪০/৫০ বা অন্য সংখ্যা থকতে পারে। সংখ্যা যতো হবে ওয়াশিং মেশিনে ততো ডিগ্রি তাপমাত্রা এডজাস্ট করুন।
এই চিহ্নের অর্থ কাপড়টি শুধু হাতে ধুতে হবে। ওয়াশিং মেশিনে ধোয়া যাবে না।
এই চিহ্নের অর্থ কাপড় ধোয়া যাবে না। অন্তত ঘরের সাধারন পদ্ধতিতে ধুতে যাবেন না।
এই চিহ্নটি কাপড় আইরন সংক্রান্ত নির্দেশনা প্রদান করে।
এই চিহ্নের অর্থ কাপড়টি নিম্ন তাপমাত্রায় আয়রন করতে হবে।
এই চিহ্নের অর্থ কাপড়টি মিডিয়াম তাপমাত্রায় আয়রন করতে হবে।
এই চিহ্নের অর্থ কাপড়টি উচ্চ তাপমাত্রায় আয়রন করতে হবে।
এই চিহ্নের অর্থ কাপড়টি কোন ভাবেই আয়রন করা যাবে না। ।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৭