অনেকধরনের খেতাব নিয়ে ঘুরতে হচ্ছে হবে, যতোদিন না নিজেকে বেচা-বিক্রির দেনাটা সারিয়ে ফেলছি, যতদিন না একটা পক্ষ নিচ্ছি, ততোদিন নিদেন পক্ষে মানুষ আমাকে যাই বলুক মুখ বুঝে সহ্য করতে হবে, ততোদিন পর্যন্ত ঘরই হলো শেষ সম্বল। আমাদের প্রধানমন্ত্রীর ঘরের শত্রুগুলোই তার বিভিষণ হয়ে দেখা দিয়েছে। আমাকে তুলে ধর আমাকে অবগাহনের সুযোগ দাও যেন নরকের দেবতারাও আমায় সেলাম ঠুঁকে.............................
স্বর্গের দেবতাদের সেলাম চাইনি বলেই নরকের দেবতাদের নাম নেই, কারণ ইঞ্জিনিয়াররা নাকি নরকটাকেই স্বর্গ বানিয়ে ফেলবে..............
রাজা বলেন একটা তার সারিন্দারা বুঝে অন্যটা, গুরু যতটা না বলেন তার সাগরেদরা বলেন বহুগুণ বাড়িয়ে.............
১. আর এজন্যই গুরুকে একদিন ইক্কেবারে চুপ করে থাকতে দেখা যায়।
২. নজরুলকে খুব বুঝা যায়, বেচারা.....................................
৩. আর সবসময় মনে রাখবেন দেশের কিছু করার ইচ্ছেটা ধরে রাখা কঠিন যতদিন না দেশের মানুষ চাইবে।
৪. যে আসতে চান সরাসরি আসুন কথা বলুন, কি চান বলুন, মাথাটা খারাপ করিয়ে দিয়ে লাভ কি?
৫. চরম ক্লান্তি নিয়ে প্রতিদিন ঘরে ফিরি, আরও ক্লান্তি ঘিরে ধরে, ঘুমের পর কিছুটা পুষিয়ে যায়।