বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল সরকার কারা: যে ক্ষমতায় থাকে সেই। এইভাবেই বর্তমান সরকার সবচেয়ে সফল সরকার।
সফলতার অংশসমূহঃ
১. যুদ্ধাপরাধীদের কাঠগড়ায় দাড় করানো ও বিচার নামক দীর্ঘ প্রহসন মঞ্চস্থকরণ।
২. এম. এল. এম. জ্বর থেকে জাতিকে রক্ষাকরণ ( আড়ালে অবডালে জনতা বলে টাকা যারা হাতিয়ে নিয়েছে তাদেরকে সরে যাওয়ার সুযোগ তৈরী করে দেওয়া)।
৩. বিভিন্ন খাতে দূর্নীতি কঠোর হস্তে দমন (হস্ত যতই কঠোর হোক, আঙ্গুলের ফাঁক গলে কোটি কোটি টাকা সয়লাভ হচ্ছে ঠিকই, তারপরও হস্ততো কঠিনই বটে)।
৪. শেয়ার বাজার কেলেংকারী, পক্ষেঃ বাজারে শেয়ারের যথাযথ মূল্যায়ন হচ্ছে, বিপক্ষেঃ সরকারের ছত্রছায়ায় কিছু জুয়ারী ব্যাপক টাকা হাতিয়ে নিয়েছে।
৫. গ্রামীণ ব্যাংক ও ডঃ মুহাম্মদ ইউনূস (বেশ ভালো ব্যাপার নোবেল পাওয়া বাংলাদেশে যেমন আইনত দন্ডনীয় তেমনি গরীবকে চড়া হারে সুদ প্রদানও, আর রাষ্ট্রিয় কাঠামোতে কোন বৃহৎ প্রতিষ্ঠানের হস্তক্ষেপ ঠেকানোই উচিত এবং সেই সাথে একজন বয়স্ক লোককে বিশ্রামের সুযোগ প্রদান)। ( নিন্দুকেরা বলেন তার রাজনীতিতে আসার চেষ্টা করা উচিত হয়নি )।
৬. ব্যাংক কেলেংকারীঃ এটা কোন ব্যাপার কোন ব্যাংক কত টাকা গাপ করল তা ব্যাংক বুঝবে, সরকার এই ব্যাপারে কি করবে ?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
এতকিছুর পরও কিছু ব্যাপার আমরা ঠিকই বুঝতে পারিঃ
১. আমরা চরম অর্থনৈতিক মন্দায় ভুগছে।
২. সরকার মুখে যতটা বলে কাজে তার এক কণাও করছে না।
৩. দেশের জনগন দিনকে দিন দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছে।
৪. দেশীয় অর্থনীতির মূল শিল্প-কাঠামো সমূহ ধ্বংসপ্রায় (গার্মেন্টস্ তার মধ্যে অন্যতম)।
৫. এতগুলো টি. ভি. চ্যানেল ঠিক কি প্রচার করছে বুঝা যাচ্ছে না, এদের অর্থের উৎসই বা কোথায়।
৬. পদ্মা সেতুর ব্যাপারে বিশ্ব ব্যাংকের সাথে টানাটানির পুরো প্রক্রিয়াটা ভাওতাবাঁিজ বলে মনে হচ্ছে।
৭. বাংলাদেশের অর্থনীতি এখন মালে মালে সয়লাব, প্রগতির শীর্ষে আছে তারাই যারা মালের ছত্রছায়ায় আছে।
# উত্তরণের উপায়গুলো নিয়ে দেশের বিশেষজ্ঞরা ভাববেন, আমরা সাধারণ মানুষ যে সমস্ত প্রশ্ন মনে আসে বলে যাই।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩৯