ব্লগে অনেকদিন পর একটা পোস্ট দিচ্ছি। প্রথমেই বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন।
মুল লেখায় আসি। সিধুকে নিয়ে ব্লগে অনেক পোস্ট আসছে। তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই।
সবাই জানেন, তারপরেও বলছি
সিধু পাঞ্জাবের অম্রিতসারের এম.পি.(বিজেপি থেকে)
এই সিধু ক্রিকেটার থাকাকালীন একজন লোককে বিনা কারনে খুন করেছিল।
ঘটনাটি ঘটে ২৭ ডিসেম্বর ১৯৮৮। জশবিন্দার সিং, অবতার সিং আর গুরনাম সিং(৬৫) একটি মারুতি কারে স্টেট ব্যাঙ্ক অব পাতিয়ালার প্রধান অফিসে যাচ্ছিল টাকা তুলতে।
পথে তারা দেখে যে,শেরাওয়ালা গেটের ট্রাফিক সিগনালের আগে একটি গাড়ি তাদের সামনে পার্ক করা আছে ।
গুরনাম সিং (মারুতি চালাচ্ছিল) সামনের গাড়ীর ড্রাইভিং সিটে বসা ক্লিন শেভ করা লোকটিকে গাড়ি সাইডে নিতে বলে। এই সময় গাড়ি থেকে সিধু বের হয়ে আসে। তারা সবাই সিধুকে চিনতে পারে, কারন সে তখন নামকরা ক্রিকেটার ছিলো।
সিধু বের হয়ে এসে খারাপ ভাষায় গালিগালাজ শুরু করে। তারা প্রতিবাদ করলে সিধু গুরনাম সিংকে কলার ধরে বের করে নিয়ে আসে এবং ঘুষি মারতে শুরু করে।
জশবিন্দার সিং বাচাতে গেলে তাকে ঘুষি মেরে আহত করে ক্লিন শেভ করা লোকটি। এরমধ্যে সিধুর একটা ঘুষি গুরনামের বাম কানের উপরে মাথায় লাগে এবং সে অচেতন হয়ে পরে। এরপর সিধু ও তার সঙ্গি মারুতির চাবি খুলে নিয়ে পালিয়ে যায়।
জশবিন্দার সিং ও অবতার সিং গুরনামকে একটি রিকশায় পাতিয়ালার রাজিন্দ্র হাস্পাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
সূত্রঃ
লিঙ্ক
লিঙ্ক
এবং গুগল থেকে আরো বেশ কিছু সাইট ঘেটে।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১১ ভোর ৪:১০