গত কয়েকদিন যাবত ব্লগের কাঁদা ছোড়াছুঁড়ির পরিবেশ দেখে আমি ভীষন মর্মাহত! হাতে সময় ছিল তাই দু-য়েকটা লেখা পোষ্ট করতে গিয়েও দেইনি, ভাল লাগছিল না। মন ভাল করার জন্য সামুর তথাকথিত সেই স্বর্ন যুগের ব্লগ মাতিয়ে রাখা বুদ্ধিমান রসিক কিছু ব্লগারের কৌতুক পড়ছিলাম। ( সেগুলো সম্ভবত ব্লগের আর্কাইভে আর নেই- আমি কিছু সংগ্রহ করে রেখেছিলাম) পরিবেশটা হালকা করার জন্য ব্লগারদের নিমিত্তে তার একখানা পেশ করলাম;
---------------------------------------------------------------------------------------------------------
প্রবাসী এক ভদ্রলোক বহুদিন বাদে দেশে এসে পুরোনো এক বন্ধুর আড্ডায় বসেছেন।
কিন্তু আড্ডার টপিক্স আর সটাইল দেখে বেচারা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল- তার পরিচিত আড্ডার সাথে কোনভাবেই এটাকে মেলাতে পারছেন না।
কথার থেকে ভাবনা বেশী, গল্প চলে সংক্ষিপ্ত কিংবা কোড শব্দে।দীর্ঘক্ষন বসে থেকেও তিনি তাদের ভাবনা আর গল্পের বিষয় কোনভাবেই বিন্দুমাত্র বুঝে উঠতে সক্ষম হলেননা।
তবে পরিবেশ অতিরিক্ত ভাবগম্ভীর হয়ে গেলে-আচমকা কেউ একজন বেশ সরস ভঙ্গীতে একটা নাম্বার উচ্চারন করেন-আর তখুনি সবাই দমফাটানো হাসিতে গড়াগড়ি খায়।
এর অন্তনিহিত তাৎপর্য তিনি উপলব্ধি করতে না পেরে অবশেষ পাশে বসা বন্ধুর কাছে চুপি চুপি জিজ্ঞেস করলেন, ব্যাপার কি একটা নম্বর শুনেই সবাই এমনি করে হাসে কেন?
প্রতিউত্তরে ওই বন্ধু বললেন। পৃথিবীর তাবৎ কৌতুক এ আড্ডার সবারই জানা।তাই এখন পুরো জোকস পুরোটা বলে কেউ আর পরিবেশ নষ্ট করতে চায়না। আমরা সবগুলো জোকস এর ই একটা কোড নম্বর দিয়েছি। সেই নম্বরটা কেউ বললেই বাকি সবাই বুঝে ফেলে কোন জোকস্-আর তখুনি ছোটে হাসির ফোয়ারা।
প্রবাসী ভদ্রলোক বহুদিন বাদে দেশে এসেছেন।বহু খুজেও এই একজন বাদে পুরোনো আর কোন বন্ধুর হদিস পাননি-অগত্যা একঘেয়ে অবসর সময়টা কাটানোর জন্য সেই আড্ডার বিকল্প আর খুজে পেলেননা। অতএব ঘুরে ফিরে তার সেখানেই যাওয়া।
গল্পে আর ভাবনায় ওদের সাথে তাল মেলানো সম্ভব নয় ভেবে, তিনি জোকস এর নাম্বারের দিকে মনোযোগ দেবার চেস্টা করলেন। কয়েকদিন গভীর ভাবে লক্ষ্য করলেন কোন জোকসটা শুনলে সবাই সব'চে বেশী হাসে?
আমরা ধরে নিই সেই নম্বরটা ১৩
কোন একদিন আড্ডা চরম ভাবগম্ভীর পরিবেশ লক্ষ্য করে তিনি মওকামত ঝেড়ে দিলেন তার অস্ত্র-জোকস নম্বর ১৩
কিন্তু একি সবাই দেখি তার জোকস শুনে আরো বেশী গম্ভীর হয়ে গেল!!
ঘটনার আকস্মিকতায় বেশ কিছুক্ষন বিমুঢ় থেকে-লাজ শরমের মাথা খেয় অবশেষে বন্ধুর সরনাপন্ন হলেন। কনুই এর গুতো দিয় বন্ধুকে ফিসফিসয়ে জিজ্ঞেস করলেন ব্যাপার কি?
বন্ধু প্রবর আরো বেশী গম্ভীর হয়ে বিষন্ন কন্ঠে বললেন, ‘সবাই জোকস্ বলতে পারেনা!!’
হ্যাপি ব্লগিং
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০২১ রাত ১১:৫১